Ajker Patrika

উদ্যমী ১০ নারীকে সম্মাননা দিল পপ অব কালার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্যমী ১০ নারীকে সম্মাননা দিল পপ অব কালার

নারীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিমেল কমিউনিটি পপ অব কালার ১০ জন সফল নারীকে সম্মাননা দিয়েছে। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত ‘রেইজিং অ্যাওয়ারনেস অ্যাগেইনস্ট বায়াস’ শীর্ষক অনুষ্ঠানে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ১০ উদ্যমী নারীর হাতে সম্মাননা তুলে দেন পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম। 

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিসা শামীম এবং সিটি ব্যাংকের সিটি আলো ডিপার্টমেন্টের প্রধান মারিয়াম জাভেদ জুহি। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নারীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিমেল কমিউনিটি পপ অব কালার ১০ জন সফল নারীকে সম্মাননা দিয়েছে

সম্মাননাপ্রাপ্ত ১০ জন হলেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম, মেকওভার আর্টিস্ট সাবিহা সাবরিন, ডা. নাফি ইসলাম, ডা. মাশিয়াত মাসুদ মোমো এবং উদ্যোক্তা মিথিলা ইসলাম, রেহনুমা বৃষ্টি, তনিমা রহমান, তানজিনা আক্তার ও সামিরা চৌধুরী। 

সম্মাননা প্রদান সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘প্রতিবছর মার্চ মাসের আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করা হয়। নারীদের তাদের অধিকারগুলো সম্পর্কে অবগত এবং সচেতন করাই এই দিবস উদ্‌যাপনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক নারী দিবসে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে কয়েক বছর থেকেই আড়ম্বরপূর্ণভাবে উদ্‌যাপন করে আসছি আমরা।’ 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নারীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিমেল কমিউনিটি পপ অব কালার ১০ জন সফল নারীকে সম্মাননা দিয়েছেটিংকার জান্নাত বলেন, ‘সব সময় আমরা খুব ওপরে উঠে যাওয়া প্রতিষ্ঠিত মানুষের গল্পগুলো শুনি। এর পাশাপাশি খুব সাধারণ কিছু মেয়ে আছেন, যারা প্রত্যেকে প্রচণ্ড রকম বাধা ভেঙে ভালো পর্যায়ে এসেছেন। খুব বেশি সাপোর্ট তাঁরা পাননি। তাই তাঁদের গল্প আমরা সবাইকে জানাতে চাই, অনুপ্রাণিত করতে চাই। এ রকম দশজনকে আমরা সম্মাননা প্রদান করছি।’ 

উল্লেখ্য, পপ অব কালার বাংলাদেশের অন্যতম একটি রেজিস্টার্ড ফিমেল কমিউনিটি। ২০১৪ সালে শুরু হওয়া এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হলো শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে মেয়েদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে সাহায্য করা। এই লক্ষ্যে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্টসহ বিভিন্ন ধরনের চ্যারিটি নিয়মিত করছে পপ অব কালার। গত ৮ বছরে ১৫ হাজারের বেশি মেয়েকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে পপ অব কালার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত