সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে।
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার মহাসড়কে কুমিল্লার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় নেই যানজটের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ওপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া পেট্রল টিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো প্রকার চাঁদা যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য কাজ করছেন তারা।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী চালকদের সঙ্গে কথা বরে জানা যায়, মহাসড়কে কোনো যানজট নেই। মহাসড়কের কোনো অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তাঁরা। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে একটি স্পেশাল পেট্রল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশ সুপার।
তিনি আরও জানান, কোনো গাড়ি সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্য কাজ করে যাচ্ছেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিন্তু এ বছর মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নেই কোনো যানজট। যার ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়া পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়ে যাওয়া ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারছেন যথাসময়ে।
ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের ৭৮৯ কিলোমিটার সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার মহাসড়কে কুমিল্লার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তায় নেই যানজটের চাপ। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের ওপর বসা অবৈধ দোকান-পাট, ফুটপাত উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া পেট্রল টিম ও গোয়েন্দা টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মহাসড়কে চলাচলকৃত কোনো যানবাহন থেকে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো প্রকার চাঁদা যাতে কেউ আদায় করতে না পারে সে জন্য কাজ করছেন তারা।
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী চালকদের সঙ্গে কথা বরে জানা যায়, মহাসড়কে কোনো যানজট নেই। মহাসড়কের কোনো অংশে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন তাঁরা। এতে করে যাত্রীরা স্বল্প সময়েই বাড়ি ফিরতে পারছেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে একটি স্পেশাল পেট্রল টিম ছাড়াও ৫৬টি সাধারণ পেট্রোলটিম, ৩০টি কুইক রেসপন্স টিম ও ২টি গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এতে নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে পুলিশ সুপার।
তিনি আরও জানান, কোনো গাড়ি সড়ক দখল করে পার্কিং করলে ও অকেজো হলে সে গাড়ি সরাতে ১১টি রেকার সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ৭টি কন্ট্রোল রুম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অর্ন্তরভূক্ত ২১টি থানা/ফাঁড়ির ওসি এবং আইসিগণসহ সকল সদস্য কাজ করে যাচ্ছেন।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৪০ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে