নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসায় যাওয়ার পথে চার সহোদর বোন নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাদের বাবা।
জানা গেছে, চার বোনের তিনজন স্থানীয় আফসারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সবার ছোট বোনটি পার্শ্ববর্তী নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী। গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোঁজ।
তারা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। মজিবুল হক দীর্ঘদিন যাবৎ মরদেহ গোসল ও দাফনের কাজ করে আসছেন।
পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের কোনো পুত্রসন্তান নেই। চার মেয়ের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪) ও তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় যথাক্রমে আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট মেয়ে মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
গত বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল চার বোন। পরদিন সকাল ৯টার দিকে তারা নানাবাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর তারা বাড়ি ফেরেনি। সেদিন বিকেল থেকে পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পায়নি।
নিখোঁজ মেয়েদের বাবা মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো ছেলেসন্তান নেই। আমার আদরের চার কলিজা মাদ্রাসায় যাওয়ার পথে কোথায় চলে গেল। আমার সব আত্মীয়স্বজন, মেয়েদের সব বান্ধবীর কাছে খোঁজ নিয়েছি, কোথায়ও খোঁজ মেলেনি। আমার কলিজার টুকরা চার জান্নাতকে আমার বুকে ফিরিয়ে দিন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেভাবে হোক আমার সন্তানদের আমার বাড়ি ফিরিয়ে দেন।’
জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’

কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসায় যাওয়ার পথে চার সহোদর বোন নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাদের বাবা।
জানা গেছে, চার বোনের তিনজন স্থানীয় আফসারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সবার ছোট বোনটি পার্শ্ববর্তী নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী। গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোঁজ।
তারা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। মজিবুল হক দীর্ঘদিন যাবৎ মরদেহ গোসল ও দাফনের কাজ করে আসছেন।
পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের কোনো পুত্রসন্তান নেই। চার মেয়ের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪) ও তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় যথাক্রমে আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট মেয়ে মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
গত বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল চার বোন। পরদিন সকাল ৯টার দিকে তারা নানাবাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর তারা বাড়ি ফেরেনি। সেদিন বিকেল থেকে পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পায়নি।
নিখোঁজ মেয়েদের বাবা মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার কোনো ছেলেসন্তান নেই। আমার আদরের চার কলিজা মাদ্রাসায় যাওয়ার পথে কোথায় চলে গেল। আমার সব আত্মীয়স্বজন, মেয়েদের সব বান্ধবীর কাছে খোঁজ নিয়েছি, কোথায়ও খোঁজ মেলেনি। আমার কলিজার টুকরা চার জান্নাতকে আমার বুকে ফিরিয়ে দিন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেভাবে হোক আমার সন্তানদের আমার বাড়ি ফিরিয়ে দেন।’
জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৫ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৫ মিনিট আগে