দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:

কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৫ ঘণ্টা আগে