দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:

কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে