মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে।
ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’
আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে।
ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’
আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২৪ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩৫ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৪১ মিনিট আগে