কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে।
তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।

কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে।
তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে