প্রতিনিধি, সদর দক্ষিণ (কুমিল্লা)

কুমিল্লায় ট্রাকচাপায় মারা গেছেন শামছুল আলম রিপন (৩৩) নামের এক ছাত্রলীগ নেতা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম রিপন কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত ওসি বলেন, মহাসড়কের বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বাস ছিল রিপন ও তাঁর এক বন্ধু। তাঁরা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এই ঘটনায় বারেক ও অপর একজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে ক্রসিং থানার ওসি বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শ্রীমন্তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহার উদ্দিন ও তাঁর রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ প্রমুখ।

কুমিল্লায় ট্রাকচাপায় মারা গেছেন শামছুল আলম রিপন (৩৩) নামের এক ছাত্রলীগ নেতা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামছুল আলম রিপন কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত ওসি বলেন, মহাসড়কের বারেক নামে একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বাস ছিল রিপন ও তাঁর এক বন্ধু। তাঁরা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। এই ঘটনায় বারেক ও অপর একজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে ক্রসিং থানার ওসি বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শ্রীমন্তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহার উদ্দিন ও তাঁর রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ প্রমুখ।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে