কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।
আজ সোমবার দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা-পুলিশ।
সমীর চন্দ্রের স্ত্রী সোমা রানী দাশ জানান, তাঁর স্বামী চট্টগ্রামে আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। গত শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য স্থানীয় ডালিম নামে তাঁর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যান। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যান ডালিম। রাত গভীর হলে স্বামীর মোবাইলে একাধিক বার কল দিলে রিসিভ করেন ডালিম।
এরপর আবারও জানতে চাইলে ডালিম বলেন—সমীর সঙ্গে আছে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার কল দিলে তিনি জানান সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল নিয়ে বাড়িতে এসে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চলাইট মারলে পুলিশ ভেবে জুয়ারিরা গোমতী নদীতে ঝাঁপ দেন বলে ডালিমের বরাত দিয়ে জানান সোমা রানী।
এ বিষয়ে জানতে ডালিমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।
আজ সোমবার দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা-পুলিশ।
সমীর চন্দ্রের স্ত্রী সোমা রানী দাশ জানান, তাঁর স্বামী চট্টগ্রামে আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। গত শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য স্থানীয় ডালিম নামে তাঁর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যান। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যান ডালিম। রাত গভীর হলে স্বামীর মোবাইলে একাধিক বার কল দিলে রিসিভ করেন ডালিম।
এরপর আবারও জানতে চাইলে ডালিম বলেন—সমীর সঙ্গে আছে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার কল দিলে তিনি জানান সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল নিয়ে বাড়িতে এসে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চলাইট মারলে পুলিশ ভেবে জুয়ারিরা গোমতী নদীতে ঝাঁপ দেন বলে ডালিমের বরাত দিয়ে জানান সোমা রানী।
এ বিষয়ে জানতে ডালিমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১২ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৩ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৯ মিনিট আগে