প্রতিনিধি, কুমিল্লা (চট্টগ্রাম)

কুমিল্লা সদর উপজেলায় প্রবাসী একটি চক্রের বিরুদ্ধে দেশে এসে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নগরের শাকতলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি-২। এ অভিযোগে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০), মো. আবু কাউছার (২৬), আদর্শ সদরের ধনুয়াখোলা গ্রামের মো. মোবারক হোসেন এর ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৮), ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া (২৭), তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আব্দুল মতিন (৬২)।
র্যাব জানায়, জেলা সদরের বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য সৌদি আরবে চাকরি ও ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তাঁরা প্রবাসে পাড়ি জমায়। জেলা সদরের বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০) ও তার ভাই মো. লিটন (৩২) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বিক্রয় করে দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে এ তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরে বাখরাবাদ এবং ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মো. এমদাদুল হক (৪০) ও মো. আবু কাউছারসহ (২৬) চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের নিকট থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, দুই কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. এমদাদুল হক ও মো. আবু কাউছার একে অপরের আপন ভাই। মো. এমদাদুল হক ও মো. আবু কাউছারসহ তাঁদের চার ভাই মো. জলিল, মো. খলিল, মো. লিটন ও মো. খোকন প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই পরিবারের সদস্যরা সৌদি আরবে থাকেন এবং তাঁরা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তাঁরা প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ করে না। এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পুনরায় সৌদি আরবে চলে যায়।
গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা এই চক্রটির সঙ্গে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশি মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

কুমিল্লা সদর উপজেলায় প্রবাসী একটি চক্রের বিরুদ্ধে দেশে এসে মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে নগরের শাকতলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি-২। এ অভিযোগে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০), মো. আবু কাউছার (২৬), আদর্শ সদরের ধনুয়াখোলা গ্রামের মো. মোবারক হোসেন এর ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৮), ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া (২৭), তাজুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আব্দুল মতিন (৬২)।
র্যাব জানায়, জেলা সদরের বাখরাবাদ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য সৌদি আরবে চাকরি ও ব্যবসা করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে দেশে এসে বড় পরিসরে মাদক ব্যবসা পরিচালনা করে। দেশে স্বল্প সময়ের জন্য এসে মাদকের বড় ধরনের চালানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে পুনরায় তাঁরা প্রবাসে পাড়ি জমায়। জেলা সদরের বাখরাবাদ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. এমদাদুল হক (৪০) ও তার ভাই মো. লিটন (৩২) ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান বিক্রয় করে দু-এক দিনের মধ্যে সৌদি আরবে পাড়ি জমাবে এ তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। গতকাল দুপুরে বাখরাবাদ এবং ধনুয়াখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মো. এমদাদুল হক (৪০) ও মো. আবু কাউছারসহ (২৬) চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের নিকট থেকে ২৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, দুই কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি মো. এমদাদুল হক ও মো. আবু কাউছার একে অপরের আপন ভাই। মো. এমদাদুল হক ও মো. আবু কাউছারসহ তাঁদের চার ভাই মো. জলিল, মো. খলিল, মো. লিটন ও মো. খোকন প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। এই পরিবারের সদস্যরা সৌদি আরবে থাকেন এবং তাঁরা স্বল্প সময়ের ছুটিতে বাংলাদেশে আসে। তাঁরা প্রবাসে থাকার কারণে এলাকার কেউ সন্দেহ করে না। এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পুনরায় সৌদি আরবে চলে যায়।
গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা এই চক্রটির সঙ্গে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশি মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৩০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৪০ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪১ মিনিট আগে