Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে একের পর এক ডাকাতির ঘটনায় মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার ও অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনা হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দুই মাসে মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে চারটি ডাকাতির ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি একটি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। গত ৮ ফেব্রুয়ারি মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী।

২৭ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের ফাল্গুন করা মাজার এলাকায় কুয়েতপ্রবাসী নাইমুল ইসলামের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১ মার্চ একই জায়গায় মালয়েশিয়াপ্রবাসী বেলাল হোসেনের বহনকারী প্রাইভেট কারেও একই কায়দায় ডাকাতি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ