প্রতিনিধি, কুবি

শেষ পর্যন্ত মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তানিন মেহেদী। চার বছর ক্যানসারের সাথে লড়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তানিনের খালাতো ভাই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তানিন। এ পর্যন্ত তিন দফা পায়ে, বুকে ও ফুসফুসে মিলে তাঁর মোট আট বার অপারেশন হয়। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। তানিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।
২০১৬ সালে তানিন মেহেদীর হাঁটুতে প্রথম টিউমার হয়। তখন অপারেশনও করা হয়। কিন্তু ২০১৮ সালে সেই টিউমার আবার দেখা দেয়। তখনই পরীক্ষায় তার শরীরে ক্যানসারের জীবাণু পাওয়া যায়।
তানিনের চিকিৎসার জন্য তাঁর বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাঁকে চিকিৎসার জন্য ভারতে নেন। মুম্বাইয়ের টাটা হাসপাতালে সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন তানিন।
তবে হাঁটুর অপারেশনের কারণে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো। দীর্ঘদিনের চিকিৎসা, সংগ্রামের পর দুঃখ ভুলে নতুন উদ্যম নিয়ে বাঁচার স্বপ্ন দেখেন তানিন।
তানিনের শরীরে আবারও ক্যানসার ধরা পড়ে। তবে হাঁটুর ক্যানসার এবার চলে আসে ফুসফুসে। আবার নতুন করে শুরু করতে হয় চিকিৎসা। এরপর চিকিৎসা চললেও দিন দিন তাঁর অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
এক ফেসবুক লাইভে তানিনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিছ। এ পর্যন্ত যাঁরা তানিনের চিকিৎসায় অর্থ, শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এই শিক্ষক। একই সঙ্গে তানিনকে বিভাগ সব সময় মনে রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

শেষ পর্যন্ত মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তানিন মেহেদী। চার বছর ক্যানসারের সাথে লড়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তানিনের খালাতো ভাই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন তানিন। এ পর্যন্ত তিন দফা পায়ে, বুকে ও ফুসফুসে মিলে তাঁর মোট আট বার অপারেশন হয়। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। তানিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।
২০১৬ সালে তানিন মেহেদীর হাঁটুতে প্রথম টিউমার হয়। তখন অপারেশনও করা হয়। কিন্তু ২০১৮ সালে সেই টিউমার আবার দেখা দেয়। তখনই পরীক্ষায় তার শরীরে ক্যানসারের জীবাণু পাওয়া যায়।
তানিনের চিকিৎসার জন্য তাঁর বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাঁকে চিকিৎসার জন্য ভারতে নেন। মুম্বাইয়ের টাটা হাসপাতালে সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফেরেন তানিন।
তবে হাঁটুর অপারেশনের কারণে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো। দীর্ঘদিনের চিকিৎসা, সংগ্রামের পর দুঃখ ভুলে নতুন উদ্যম নিয়ে বাঁচার স্বপ্ন দেখেন তানিন।
তানিনের শরীরে আবারও ক্যানসার ধরা পড়ে। তবে হাঁটুর ক্যানসার এবার চলে আসে ফুসফুসে। আবার নতুন করে শুরু করতে হয় চিকিৎসা। এরপর চিকিৎসা চললেও দিন দিন তাঁর অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
এক ফেসবুক লাইভে তানিনের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিছ। এ পর্যন্ত যাঁরা তানিনের চিকিৎসায় অর্থ, শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এই শিক্ষক। একই সঙ্গে তানিনকে বিভাগ সব সময় মনে রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৪ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে