নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।
তাঁদের অভিযোগের তির বাস প্রতীকের প্রার্থী ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনার সমর্থকদের দিকে। তবে এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন তাহসিন বাহার সূচনা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি করেন।
সূচনা বলেন, এই নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই।
তিনি আরও বলেন, এখন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারাই জানবেন।সাক্কু ও কায়সারের অভিযোগকে অপপ্রচার দাবি করে সূচনা বলেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এর আগে সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
তাঁদেরক নিজের কর্মী দাবি করে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন।’
সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।
তাঁদের অভিযোগের তির বাস প্রতীকের প্রার্থী ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনার সমর্থকদের দিকে। তবে এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন তাহসিন বাহার সূচনা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি করেন।
সূচনা বলেন, এই নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই।
তিনি আরও বলেন, এখন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারাই জানবেন।সাক্কু ও কায়সারের অভিযোগকে অপপ্রচার দাবি করে সূচনা বলেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এর আগে সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
তাঁদেরক নিজের কর্মী দাবি করে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন।’
সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৯ মিনিট আগে