Ajker Patrika

সালমান শাহ গ্রুপের আরেক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১১: ১৮
সালমান শাহ গ্রুপের আরেক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য সাদেক (২২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাদেক ওই শিবিরের বি ব্লকের বাসিন্দা ফজল আহমদের ছেলে। 

 ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল নয়াপাড়া রেজিস্ট্রার শিবিরের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

এপিবিএনের অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আলীম বলেন, রোববার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এ গ্রুপের প্রধান সালমান শাহকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত