কক্সবাজার প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রজেক্ট অ্যাকটিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।
সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় দুই জেলার সদর ও অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করা হয়েছে। এ ছাড়া আগের খাদ্যতালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্যতালিকা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
এর আগে সকালে উপদেষ্টা কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফো পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রজেক্ট অ্যাকটিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।
সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় দুই জেলার সদর ও অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করা হয়েছে। এ ছাড়া আগের খাদ্যতালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্যতালিকা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।
এর আগে সকালে উপদেষ্টা কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফো পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে