Ajker Patrika

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মূল স্লোগান ছিল বৈষম্য দূর করা। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

আজ শনিবার বিকেলে কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রজেক্ট অ্যাকটিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

প্রাথমিকে শিক্ষায় ঝরে পড়া রোধে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে উন্নত করা গেলে তা সামগ্রিকভাবে দেশের জাতীয় উন্নয়নকে সাহায্য করে। সেই জন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. সামশুজ্জামান ও বিশ্বব্যাংকের প্রতিনিধি সৈয়দ রাশেদ আল-জায়েদ জোস।

সেমিনারে জানানো হয়, প্রাথমিকভাবে কক্সবাজার এবং বান্দরবান জেলার সরকারি স্কুলগুলোতে এ স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় দুই জেলার সদর ও অন্য উপজেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

স্কুল ফিডিং প্রকল্পের জন্য প্রাথমিকভাবে সারা দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয় বাছাই করা হয়েছে। এ ছাড়া আগের খাদ্যতালিকা পরিবর্তন করে নতুন প্রকল্পে বিভিন্ন ধরনের ফল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সপ্তাহের পাঁচ দিন বিভিন্ন খাদ্যতালিকা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

এর আগে সকালে উপদেষ্টা কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারের স্কিলফো পাইলট প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত