টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবা, পিস্তলসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ার দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দু রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মিয়ানমার মংডুর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।
বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছু সময় পরে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে নৌকাটি থামানো হয়। বিজিবির টহলদল স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে নৌকাটি দুজন আরোহীসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে এর পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে বিদেশি পিস্তল, এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এর মূল্য ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত একজন পাচারকারী জানিয়ে অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেওয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে এক কেজির বেশি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবা, পিস্তলসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় জালিয়ার দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দু রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০), মিয়ানমার মংডুর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।
বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়। কিছু সময় পরে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জালিয়ার দ্বীপের কাছাকাছি পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা চ্যালেঞ্জ উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে নৌকাটি থামানো হয়। বিজিবির টহলদল স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে নৌকাটি দুজন আরোহীসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে এর পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে বিদেশি পিস্তল, এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ হাজার ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এর মূল্য ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
দ্বীন মোহাম্মদ তালিকাভুক্ত একজন পাচারকারী জানিয়ে অধিনায়ক জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলা দেওয়ার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
২১ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে