নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর জখম হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মো. মাহাদি জে আকিব শঙ্কামুক্ত। আগামীকাল রোববার তাঁকে চমেকের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। চমেকের অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এ চিকিৎসক বলেন, আকিবের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। কারও সাহায্য ছাড়া সে দাঁড়াতে পারছে; হাঁটতেও পারছে। আকিব এখন অনেকটাই শঙ্কামুক্ত। রোববার সকাল ১০টার দিকে তাঁকে আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
তবে আকিবের মাথার যে অংশটি অপারেশন করে পেটের চামড়ার নিচে রাখা হয়েছে তা এখনো স্থানান্তর করা হয়নি। চিকিৎসকেরা বলছেন, আকিব পুরোপুরি সুস্থ হলে তিন থেকে ছয় মাসের মধ্যে সংরক্ষণ করে রাখা মাথার অংশটি পুনরায় অপারেশন করে মাথায় জোড়া লাগানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৯ অক্টোবর রাত ১২টায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা করে সহপাঠীরা।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, আকিব দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে ধরে ফেলে সহপাঠীরা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর গলায় রিকশার চেইন দিয়ে বাঁধা হয়। কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। রামদা দিয়ে কোপানো হয় মাথায়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সময় তাঁর পুরো মাথা থেঁতলানো ছিল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়, মস্তিষ্কেও প্রচুর রক্তক্ষরণ হয়। মাথার ব্যান্ডেজে চিকিৎসকদের লিখে দিতে হয়, 'হাড় নেই, চাপ দেবেন না'।
প্রসঙ্গত, মাহাদি আকিব নটর ডেম কলেজের ছাত্র ছিলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২ তম ব্যাচে ভর্তি হন।
আকিবের ওপর হামলার ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে ৩০ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরা সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর জখম হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মো. মাহাদি জে আকিব শঙ্কামুক্ত। আগামীকাল রোববার তাঁকে চমেকের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। চমেকের অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এ চিকিৎসক বলেন, আকিবের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। কারও সাহায্য ছাড়া সে দাঁড়াতে পারছে; হাঁটতেও পারছে। আকিব এখন অনেকটাই শঙ্কামুক্ত। রোববার সকাল ১০টার দিকে তাঁকে আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
তবে আকিবের মাথার যে অংশটি অপারেশন করে পেটের চামড়ার নিচে রাখা হয়েছে তা এখনো স্থানান্তর করা হয়নি। চিকিৎসকেরা বলছেন, আকিব পুরোপুরি সুস্থ হলে তিন থেকে ছয় মাসের মধ্যে সংরক্ষণ করে রাখা মাথার অংশটি পুনরায় অপারেশন করে মাথায় জোড়া লাগানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৯ অক্টোবর রাত ১২টায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা করে সহপাঠীরা।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, আকিব দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে ধরে ফেলে সহপাঠীরা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর গলায় রিকশার চেইন দিয়ে বাঁধা হয়। কাচের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। রামদা দিয়ে কোপানো হয় মাথায়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সময় তাঁর পুরো মাথা থেঁতলানো ছিল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়, মস্তিষ্কেও প্রচুর রক্তক্ষরণ হয়। মাথার ব্যান্ডেজে চিকিৎসকদের লিখে দিতে হয়, 'হাড় নেই, চাপ দেবেন না'।
প্রসঙ্গত, মাহাদি আকিব নটর ডেম কলেজের ছাত্র ছিলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬২ তম ব্যাচে ভর্তি হন।
আকিবের ওপর হামলার ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে ৩০ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরা সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
২৭ মিনিট আগে
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩১ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে কলেজশিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৩ মিনিট আগে