চবি প্রতিনিধি

কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬টি পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া গ্যাসের লাইনও ফেটে গেছে।
গতকাল রোববার রাতে ক্যাম্পাসের কাটাপাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোলপুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাটাপাহাড় সড়কের পাশে তিনটি পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি পাহাড় বড় ধরনের ও দুইটি পাহাড় সামান্য করে ধসে পড়েছে। এতে ধসে পড়া মাটিতে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড় ধসে গ্যাসলাইন ফেটে গ্যাসের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে বড় দুর্ঘটনা ঘটার আগে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৩ নম্বর গোডাউন কলোনি এলাকায় একটি পাহাড় ধসে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড় ধসে দুটি গাছ উপড়ে যায়। এ ছাড়া গোলপুকুর এলাকায়ও একটি পাহাড় পুরো ধসে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। এ ছাড়া এক জায়গায় গ্যাসলাইনও ফেটে গেছে। ধসে পড়া মাটিতে কয়েকটি জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মাটি সরিয়ে ও গাছ কেটে রাস্তা চলাচল উপযোগী করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশে বিদ্যুৎ-সংযোগ নেই। আমরা সব স্বাভাবিক করতে কাজ করছি।’

কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬টি পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া গ্যাসের লাইনও ফেটে গেছে।
গতকাল রোববার রাতে ক্যাম্পাসের কাটাপাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোলপুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাটাপাহাড় সড়কের পাশে তিনটি পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি পাহাড় বড় ধরনের ও দুইটি পাহাড় সামান্য করে ধসে পড়েছে। এতে ধসে পড়া মাটিতে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড় ধসে গ্যাসলাইন ফেটে গ্যাসের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে বড় দুর্ঘটনা ঘটার আগে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৩ নম্বর গোডাউন কলোনি এলাকায় একটি পাহাড় ধসে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড় ধসে দুটি গাছ উপড়ে যায়। এ ছাড়া গোলপুকুর এলাকায়ও একটি পাহাড় পুরো ধসে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। এ ছাড়া এক জায়গায় গ্যাসলাইনও ফেটে গেছে। ধসে পড়া মাটিতে কয়েকটি জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মাটি সরিয়ে ও গাছ কেটে রাস্তা চলাচল উপযোগী করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশে বিদ্যুৎ-সংযোগ নেই। আমরা সব স্বাভাবিক করতে কাজ করছি।’

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
৬ মিনিট আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে