Ajker Patrika

ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছাল ‘বিশেষ ট্রেন’

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২: ৫৬
ঢাকা থেকে ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছাল ‘বিশেষ ট্রেন’
ফাইল ছবি

ঢাকা থেকে পর্যটকসহ ৬৩৪ যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে ‘বিশেষ ট্রেন’। পর্যটন শহরে যাত্রী চাহিদা বাড়ায় ঢাকা-কক্সবাজার রেলপথে আবারও ‘বিশেষ ট্রেন’ সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল ৮টায় বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে পৌঁছায়।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এই ট্রেনটি চলবে। যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’ চলাচলের সিদ্ধান্ত নেয়। ট্রেনটি ঢাকা থেকে রাত ১১টায় ছেড়ে সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছেছে।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে ‘বিশেষ ট্রেন-২’ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়। একদিন বিরতির পর ২৬ অক্টোবর ‘বিশেষ ট্রেন-১’ রাত ১১টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন-২ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে পৌঁছাবে রাত ১০টায়।

এর আগে এই রুটে কয়েক দফায় বিশেষ ট্রেন চালু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। অবশ্যই গত বছরের নভেম্বর মাস থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ চালুর পর থেকে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত