Ajker Patrika

চট্টগ্রামে দুদকের মামলায় জেলা প্রশাসনের ৩ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুদকের মামলায় জেলা প্রশাসনের ৩ কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে দুদকের মামলায় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রামের বিশেষ জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া কর্মকর্তারা হলেন–চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার মো. মজিবর রহমান (৪০), মো. আমানাতুল মাওলা (৩৬) ও আশীষ চৌধুরী (৫০।

দুদকের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের মামলায় আসামিরা এত দিন হাইকোর্ট থেকে নেওয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আসামিরা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন আবেদন করেন। এ সময় আদালত আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে উত্তর পতেঙ্গা মৌজায় আউটার রিং রোড প্রকল্পে ভুয়া মালিক সাজিয়ে আসামিদের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণের এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ২০১৯ সালে জানুয়ারিতে এই ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত