নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত কর আইনজীবী ঐক্য পরিষদ ১১টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ ও দল নিরপেক্ষ সম্মিলিত প্যানেলের প্রার্থীদের তিনটি করে সদস্যপদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
গতকাল রোববার ভোট গণণা শেষে রাত সাড়ে ১১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শওকতুল আলম। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন–১ এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে তিন হাজার ৯১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন দুই হাজার ১০০ জন।
২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষসহ ১০টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়। এ ছাড়া দল নিরপেক্ষ সম্মিলিত পরিষদ থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের ফল হলো প্রায় উল্টো।
বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন–সভাপতি মো. আবু তাহের, সহসভাপতি এহতেশামুল আলম চৌধুরী, সম্পাদক মো. বাকাউল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, কোষাধ্যক্ষ সঞ্জয় আচার্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত, লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কুতুব উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ এয়াছিন। সদস্য পদে–মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ শহিদুল হক মজুমদার ও মোহাম্মদ ইউসুফ।
আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত তিনজন হলেন–মো. আবদুল আলিম চৌধুরী, মো. নোমান রেজা ও মো. শওকত হোসেন এবং সম্মিলিত প্যানেলের সদস্যরা হলেন–ফাহমিদা হক লিনা, মুমতা হেনা নুর ও জিন্নাত আরা বেগম।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহসান–শাহাদাত পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত তাহের–ইরান পরিষদ পূর্ণ প্যানেলে (১৭ পদে) ও অরাজনৈতিক সম্মিলিত পরিষদ ৯ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তিন প্যানেল থেকে সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত কর আইনজীবী ঐক্য পরিষদ ১১টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ ও দল নিরপেক্ষ সম্মিলিত প্যানেলের প্রার্থীদের তিনটি করে সদস্যপদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
গতকাল রোববার ভোট গণণা শেষে রাত সাড়ে ১১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. শওকতুল আলম। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন–১ এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে তিন হাজার ৯১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন দুই হাজার ১০০ জন।
২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষসহ ১০টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়। এ ছাড়া দল নিরপেক্ষ সম্মিলিত পরিষদ থেকে একজন নারী সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের ফল হলো প্রায় উল্টো।
বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন–সভাপতি মো. আবু তাহের, সহসভাপতি এহতেশামুল আলম চৌধুরী, সম্পাদক মো. বাকাউল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার, কোষাধ্যক্ষ সঞ্জয় আচার্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিংকু দত্ত, লাইব্রেরি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কুতুব উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ এয়াছিন। সদস্য পদে–মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ শহিদুল হক মজুমদার ও মোহাম্মদ ইউসুফ।
আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত তিনজন হলেন–মো. আবদুল আলিম চৌধুরী, মো. নোমান রেজা ও মো. শওকত হোসেন এবং সম্মিলিত প্যানেলের সদস্যরা হলেন–ফাহমিদা হক লিনা, মুমতা হেনা নুর ও জিন্নাত আরা বেগম।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহসান–শাহাদাত পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত তাহের–ইরান পরিষদ পূর্ণ প্যানেলে (১৭ পদে) ও অরাজনৈতিক সম্মিলিত পরিষদ ৯ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তিন প্যানেল থেকে সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
৯ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৩৯ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে