কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনের প্রচারণায় বাধা দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় সংসদ সদস্য। এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে হুমকি, হয়রানি এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দেন পাঁচ মেয়র প্রার্থী। অভিযোগকারী মেয়র প্রার্থীরা হলেন এম এ কাইয়ুম ভূঁইয়া (ক্যারম বোর্ড), মো. আবুল কাশেম (নারকেলগাছ), শাহজাহান মোল্লা (ইস্ত্রি), এ বি এম আতিকুর রহমান বাসার (মোবাইল ফোন) ও শরিফুল ইসলাম সুমন (চামচ)।
দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের প্রার্থী সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধরের বিরুদ্ধে হুমকি, হয়রানি, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে পাঁচ স্বতন্ত্র মেয়র প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ছাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া।
লিখিত অভিযোগে তাঁরা বলেন, দেবিদ্বার থানা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তারা রাতের আঁধারে অভিযানের নামে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের এমন ভূমিকা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।
স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল তাঁর বনকুট বাড়িতে আমার কর্মীদের ডেকে নিয়ে আমার পক্ষে কাজ না করতে চাপ প্রয়োগ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
কাইয়ুম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে ৫০টির বেশি নির্বাচনী কার্যালয় বানিয়েছেন। তিনি নির্বাচনী এলাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের প্রচারণায় বাধা ও হামলা করছেন। বারেরায় নির্বাচনী গণসংযোগ করতে গেলে নৌকার প্রার্থীর বহিরাগত কর্মী-সমর্থকেরা আমাকে হত্যার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে আমাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, না হলে তারা আমাকে মেরে ফেলত। এ সময় আমার তিন কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করে। গত মঙ্গলবার রাতেও আমার দুই কর্মীকে মারধর করা হয়েছে। তারা প্রতিদিন আমাদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে।’
অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
দেবিদ্বার থানার (ওসি) কমল কৃষ্ণ ধর অসুস্থ থাকায় দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় কোনো আসামি গ্রেপ্তার করা হচ্ছে না। কোনো অভিযান বা গ্রেপ্তার নাই, হয়রানি নেই। নির্বাচনের সুন্দর পরিবেশ রাখতে আমরা কাজ করছি। তাঁদের অভিযোগ সঠিক নয়।’

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনের প্রচারণায় বাধা দিচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় সংসদ সদস্য। এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। তাঁদের বিরুদ্ধে হুমকি, হয়রানি এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত অভিযোগ দেন পাঁচ মেয়র প্রার্থী। অভিযোগকারী মেয়র প্রার্থীরা হলেন এম এ কাইয়ুম ভূঁইয়া (ক্যারম বোর্ড), মো. আবুল কাশেম (নারকেলগাছ), শাহজাহান মোল্লা (ইস্ত্রি), এ বি এম আতিকুর রহমান বাসার (মোবাইল ফোন) ও শরিফুল ইসলাম সুমন (চামচ)।
দেবিদ্বার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের প্রার্থী সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধরের বিরুদ্ধে হুমকি, হয়রানি, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে পাঁচ স্বতন্ত্র মেয়র প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ছাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া।
লিখিত অভিযোগে তাঁরা বলেন, দেবিদ্বার থানা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তারা রাতের আঁধারে অভিযানের নামে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তাদের এমন ভূমিকা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে।
স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল তাঁর বনকুট বাড়িতে আমার কর্মীদের ডেকে নিয়ে আমার পক্ষে কাজ না করতে চাপ প্রয়োগ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
কাইয়ুম বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে ৫০টির বেশি নির্বাচনী কার্যালয় বানিয়েছেন। তিনি নির্বাচনী এলাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের প্রচারণায় বাধা ও হামলা করছেন। বারেরায় নির্বাচনী গণসংযোগ করতে গেলে নৌকার প্রার্থীর বহিরাগত কর্মী-সমর্থকেরা আমাকে হত্যার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে আমাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, না হলে তারা আমাকে মেরে ফেলত। এ সময় আমার তিন কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করে। গত মঙ্গলবার রাতেও আমার দুই কর্মীকে মারধর করা হয়েছে। তারা প্রতিদিন আমাদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে।’
অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
দেবিদ্বার থানার (ওসি) কমল কৃষ্ণ ধর অসুস্থ থাকায় দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) খাদেমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় কোনো আসামি গ্রেপ্তার করা হচ্ছে না। কোনো অভিযান বা গ্রেপ্তার নাই, হয়রানি নেই। নির্বাচনের সুন্দর পরিবেশ রাখতে আমরা কাজ করছি। তাঁদের অভিযোগ সঠিক নয়।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে