কক্সবাজার ও হাতিয়া
কক্সবাজার ও হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পার হলেও কর্মহীন হয়ে পড়া জেলেরা সরকারি বরাদ্দের চাল হাতে পাননি। এতে অধিকাংশ জেলে পরিবারে চলছে অভাব-অনটন। এমন চিত্র দেখা গেছে কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায়।
কক্সবাজার জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, ৫৮ দিনের নিষেধাজ্ঞায় (১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত) জেলায় সমুদ্রগামী ক্ষতিগ্রস্ত জেলের সংখ্যা ৬৩ হাজার ১৯৩ জন। এবার সরকারিভাবে জেলেদের জনপ্রতি ৫৬ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া সমুদ্রগামী জেলেদের জন্য জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৫৩৮ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। গত বুধবার উপজেলা পর্যায়ে এসব বরাদ্দের ছাড়পত্র পাঠানো হয়েছে।
মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, অন্যান্য বছর ২০ মে থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা ৬৫ দিন থাকত। চলতি বছর ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পাঁচ দিন আগে শুরু হয়েছে। এর ফলে সরকারি চাল বরাদ্দে কিছুটা দেরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে চাল বিতরণে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সুজয় পাল আজকের পত্রিকাকে বলেন, ‘দু-এক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে বরাদ্দের ছাড়পত্র পৌঁছেছে। ২১ মের মধ্যে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণের নির্দেশনা রয়েছে।’
অভাবের তাড়নায় সাগরে
মহেশখালী উপজেলার মাতারবাড়ীর সায়রার ডেইলের জেলে আবদুস সালাম (৫৫)। স্ত্রী-সন্তানসহ ১১ জনের সংসার। মাছ শিকারে যেতে পারলেই ঘরের চুলা জ্বলে। না হয় অর্ধাহারে-অনাহারে থাকতে হয়। তিনি বলেন, একসময় সাগরে মাছ ধরা বন্ধ থাকলে পাশের খাল-বিলে মাছ ধরা যেত। কিন্তু মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার পর কোহেলিয়া নদীসহ আশপাশের খাল ভরাট হয়ে গেছে। এতে সেখানেও মাছ পাওয়া যাচ্ছে না। ফলে ধারকর্জ করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।
শুধু সালাম নন, অধিকাংশ জেলে পরিবারে চলছে এই দুরবস্থা। মহেশখালীতে ১৪ হাজার ৪৪২ জন সমুদ্রগামী জেলে রয়েছেন। তাঁদের অধিকাংশের পেশা শুধু সাগরে মাছ ধরা। মহেশখালী ছাড়াও জেলার ৯ উপজেলার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা সবচেয়ে বেশি টেকনাফ ও কুতুবদিয়ায়।
৯ মে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ায় মহেশখালীর ১২০ জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় ১১টি নৌকাও আটক করা হয়। এসব নৌকা তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার জাল এবং ২ হাজার কেজি মাছ জব্দ করা হয়। এর তিন দিন পর কুতুবদিয়ার উপকূল থেকে ১২টি মাছ ধরার নৌকা আটক করে নৌবাহিনী। এ সময় মাছসহ ৬১ জেলেকেও আটক করা হয়। এভাবে গত এক মাসে জেলা মৎস্য বিভাগ ১৬২টি অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রায় ১৬ টন মাছ, ১৬ লাখ মিটার জাল, ২৩টি মাছ ধরার ট্রলার জব্দ এবং ১৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময়ে ২৯টি মামলা এবং ১২ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। জেলেরা জানান, পেটের দায়ে তাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন।
হাতিয়ায় নিবন্ধিতরাও সাহায্য পান না
হাতিয়া উপজেলা মৎস্য অফিস এবং স্থানীয় জেলেরা জানান, এই দ্বীপ উপজেলায় লক্ষাধিক জেলে থাকলেও সরকারি সহযোগিতায় প্রাপ্তির জন্য নিবন্ধিত জেলের সংখ্যা ২৬ হাজার।
গত মৌসুমে ৪ হাজার ৮৭৩ জেলেকে নিষেধাজ্ঞার সময় প্রথম ধাপে ৫৬ কেজি চাল এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এবার সেই সাহায্যও পাওয়া যাচ্ছে না।
উপজেলার জাহাজমারা ইউনিয়নের জঙ্গলিয়ার ঘাটে তিন শতাধিক বড় ফিশিং ট্রলার রয়েছে। ঘাটে দেখা হয় পূর্ব বিরবিরি গ্রামের বেলাল মাঝির (৫৫) সঙ্গে। বেলাল জানান, তাঁর অধীনে দুটি মাছধরা ট্রলার রয়েছে। তাতে ৪০ জন মাঝিমাল্লা কাজ করেন। গত এক মাস সবাই বেকার। তাঁদের এখন সংসার চলে না। সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা তাঁরা পাননি।
বেলাল মাঝির ট্রলারের জেলে ইমাম উদ্দিন জানান, গত ২০ বছর জেলে পেশার সঙ্গে জড়িত, অথচ কখনো এক কেজি চাল তিনি পাননি।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, ১ লাখ জেলের মধ্যে মাত্র ২৬ হাজার নিবন্ধনের আওতায় এসেছে। বাকি জেলেরা কেন সহযোগিতার বাইরে থাকবে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এই বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, জেলেদের মধ্যে চাল বিতরণের একটি চিঠি পেয়েছেন। তাতে ৪ হাজার ৮০০ পরিবারকে চালের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু চিঠি এসেছে, বরাদ্দও কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। বরাদ্দ ফেলে তা জেলেদের মাঝে বিতরণ করা হবে।

সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পার হলেও কর্মহীন হয়ে পড়া জেলেরা সরকারি বরাদ্দের চাল হাতে পাননি। এতে অধিকাংশ জেলে পরিবারে চলছে অভাব-অনটন। এমন চিত্র দেখা গেছে কক্সবাজার ও নোয়াখালীর হাতিয়ায়।
কক্সবাজার জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, ৫৮ দিনের নিষেধাজ্ঞায় (১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত) জেলায় সমুদ্রগামী ক্ষতিগ্রস্ত জেলের সংখ্যা ৬৩ হাজার ১৯৩ জন। এবার সরকারিভাবে জেলেদের জনপ্রতি ৫৬ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া সমুদ্রগামী জেলেদের জন্য জেলার ৯ উপজেলায় ৩ হাজার ৫৩৮ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। গত বুধবার উপজেলা পর্যায়ে এসব বরাদ্দের ছাড়পত্র পাঠানো হয়েছে।
মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, অন্যান্য বছর ২০ মে থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা ৬৫ দিন থাকত। চলতি বছর ভারতের সঙ্গে মিল রেখে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পাঁচ দিন আগে শুরু হয়েছে। এর ফলে সরকারি চাল বরাদ্দে কিছুটা দেরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে চাল বিতরণে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা সুজয় পাল আজকের পত্রিকাকে বলেন, ‘দু-এক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে বরাদ্দের ছাড়পত্র পৌঁছেছে। ২১ মের মধ্যে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণের নির্দেশনা রয়েছে।’
অভাবের তাড়নায় সাগরে
মহেশখালী উপজেলার মাতারবাড়ীর সায়রার ডেইলের জেলে আবদুস সালাম (৫৫)। স্ত্রী-সন্তানসহ ১১ জনের সংসার। মাছ শিকারে যেতে পারলেই ঘরের চুলা জ্বলে। না হয় অর্ধাহারে-অনাহারে থাকতে হয়। তিনি বলেন, একসময় সাগরে মাছ ধরা বন্ধ থাকলে পাশের খাল-বিলে মাছ ধরা যেত। কিন্তু মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার পর কোহেলিয়া নদীসহ আশপাশের খাল ভরাট হয়ে গেছে। এতে সেখানেও মাছ পাওয়া যাচ্ছে না। ফলে ধারকর্জ করে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।
শুধু সালাম নন, অধিকাংশ জেলে পরিবারে চলছে এই দুরবস্থা। মহেশখালীতে ১৪ হাজার ৪৪২ জন সমুদ্রগামী জেলে রয়েছেন। তাঁদের অধিকাংশের পেশা শুধু সাগরে মাছ ধরা। মহেশখালী ছাড়াও জেলার ৯ উপজেলার মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা সবচেয়ে বেশি টেকনাফ ও কুতুবদিয়ায়।
৯ মে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ায় মহেশখালীর ১২০ জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় ১১টি নৌকাও আটক করা হয়। এসব নৌকা তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার জাল এবং ২ হাজার কেজি মাছ জব্দ করা হয়। এর তিন দিন পর কুতুবদিয়ার উপকূল থেকে ১২টি মাছ ধরার নৌকা আটক করে নৌবাহিনী। এ সময় মাছসহ ৬১ জেলেকেও আটক করা হয়। এভাবে গত এক মাসে জেলা মৎস্য বিভাগ ১৬২টি অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রায় ১৬ টন মাছ, ১৬ লাখ মিটার জাল, ২৩টি মাছ ধরার ট্রলার জব্দ এবং ১৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময়ে ২৯টি মামলা এবং ১২ লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। জেলেরা জানান, পেটের দায়ে তাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন।
হাতিয়ায় নিবন্ধিতরাও সাহায্য পান না
হাতিয়া উপজেলা মৎস্য অফিস এবং স্থানীয় জেলেরা জানান, এই দ্বীপ উপজেলায় লক্ষাধিক জেলে থাকলেও সরকারি সহযোগিতায় প্রাপ্তির জন্য নিবন্ধিত জেলের সংখ্যা ২৬ হাজার।
গত মৌসুমে ৪ হাজার ৮৭৩ জেলেকে নিষেধাজ্ঞার সময় প্রথম ধাপে ৫৬ কেজি চাল এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এবার সেই সাহায্যও পাওয়া যাচ্ছে না।
উপজেলার জাহাজমারা ইউনিয়নের জঙ্গলিয়ার ঘাটে তিন শতাধিক বড় ফিশিং ট্রলার রয়েছে। ঘাটে দেখা হয় পূর্ব বিরবিরি গ্রামের বেলাল মাঝির (৫৫) সঙ্গে। বেলাল জানান, তাঁর অধীনে দুটি মাছধরা ট্রলার রয়েছে। তাতে ৪০ জন মাঝিমাল্লা কাজ করেন। গত এক মাস সবাই বেকার। তাঁদের এখন সংসার চলে না। সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা তাঁরা পাননি।
বেলাল মাঝির ট্রলারের জেলে ইমাম উদ্দিন জানান, গত ২০ বছর জেলে পেশার সঙ্গে জড়িত, অথচ কখনো এক কেজি চাল তিনি পাননি।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, ১ লাখ জেলের মধ্যে মাত্র ২৬ হাজার নিবন্ধনের আওতায় এসেছে। বাকি জেলেরা কেন সহযোগিতার বাইরে থাকবে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এই বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, জেলেদের মধ্যে চাল বিতরণের একটি চিঠি পেয়েছেন। তাতে ৪ হাজার ৮০০ পরিবারকে চালের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু চিঠি এসেছে, বরাদ্দও কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। বরাদ্দ ফেলে তা জেলেদের মাঝে বিতরণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে