প্রতিনিধি

চবি (চট্টগ্রাম): চট্টগ্রাম নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৩ নম্বর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী। এ ঘটনার বিচারের দাবিতে একই রুটের তিনটি বাস সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গত বুধবার বিকেলে নগরীর অক্সিজেন এলাকায় 'স্মৃতি মায়া' নামে দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীকে হেনস্তা করে বাসের চালক ও হেলপার। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে একই রুটের তিনটি বাসের চাবি নিয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হেনস্তাকারী বাস মালিকদের সংগঠনের হস্তক্ষেপে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে স্মৃতি মায়া আজকের পত্রিকাকে বলেন, আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়গামী ৩ নম্বর বাসে করে নগরীর ষোলোশহর থেকে ওয়াপদা গেট (অক্সিজেন) যাই ১০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু বুধবার বাসের হেলপার (চট্ট মেট্রো-জ ১১-১২০৬) আমার কাছে ভাড়া ১৫ টাকা দাবি করে। একই সঙ্গে সে বাসে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত মানুষও নেয়। তখন আমি অতিরিক্ত ভাড়া না দিয়ে প্রতিবাদ করি। এ কারণে বাস চালক ও হেলপার আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয় এবং আমাকে মারধর করতেও উদ্যত হয়। এই ঘটনায় আমি হতবাক হয়ে গেছি।
স্মৃতি মায়া আরও বলেন এটা শুধু আমার সঙ্গে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত ঘটছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা তিনটি ৩ নম্বর বাস আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে আটটার দিকে বাস মালিকদের সংগঠনের নেতৃত্ববৃন্দ এসে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা বাস ছেড়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন শ্রাবণ মিজান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয় রুটের বাসে এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে নিয়মিত ঘটে। বুধবারের ঘটনার বিচারের দাবিতে এবং এই ধরনের ঘটনার সমাপ্তি দেখতে আমরা তিনটি বাস আটক করেছিলাম। পরে মালিক সংগঠনের নেতৃবৃন্দ এসে এই ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছে। পাশাপাশি চালকও ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তাই আমরা বাসগুলো ছেড়ে দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সুপারভাইজার মোহাম্মদ আশফাক আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার একটি বাসে চালক হয়তো শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা তাঁকে শিক্ষার্থীদের কাছে নিয়ে এসেছি। এই ঘটনা সামনে থেকে আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

চবি (চট্টগ্রাম): চট্টগ্রাম নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৩ নম্বর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী। এ ঘটনার বিচারের দাবিতে একই রুটের তিনটি বাস সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
গত বুধবার বিকেলে নগরীর অক্সিজেন এলাকায় 'স্মৃতি মায়া' নামে দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীকে হেনস্তা করে বাসের চালক ও হেলপার। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে একই রুটের তিনটি বাসের চাবি নিয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হেনস্তাকারী বাস মালিকদের সংগঠনের হস্তক্ষেপে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে স্মৃতি মায়া আজকের পত্রিকাকে বলেন, আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়গামী ৩ নম্বর বাসে করে নগরীর ষোলোশহর থেকে ওয়াপদা গেট (অক্সিজেন) যাই ১০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু বুধবার বাসের হেলপার (চট্ট মেট্রো-জ ১১-১২০৬) আমার কাছে ভাড়া ১৫ টাকা দাবি করে। একই সঙ্গে সে বাসে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত মানুষও নেয়। তখন আমি অতিরিক্ত ভাড়া না দিয়ে প্রতিবাদ করি। এ কারণে বাস চালক ও হেলপার আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয় এবং আমাকে মারধর করতেও উদ্যত হয়। এই ঘটনায় আমি হতবাক হয়ে গেছি।
স্মৃতি মায়া আরও বলেন এটা শুধু আমার সঙ্গে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত ঘটছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে আসা তিনটি ৩ নম্বর বাস আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে আটটার দিকে বাস মালিকদের সংগঠনের নেতৃত্ববৃন্দ এসে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা বাস ছেড়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন শ্রাবণ মিজান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয় রুটের বাসে এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে নিয়মিত ঘটে। বুধবারের ঘটনার বিচারের দাবিতে এবং এই ধরনের ঘটনার সমাপ্তি দেখতে আমরা তিনটি বাস আটক করেছিলাম। পরে মালিক সংগঠনের নেতৃবৃন্দ এসে এই ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছে। পাশাপাশি চালকও ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তাই আমরা বাসগুলো ছেড়ে দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সুপারভাইজার মোহাম্মদ আশফাক আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার একটি বাসে চালক হয়তো শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমরা তাঁকে শিক্ষার্থীদের কাছে নিয়ে এসেছি। এই ঘটনা সামনে থেকে আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে