প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম)

ঘাটের ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সাম্পান মাঝিরা। আজ রোববার সকাল থেকে সাম্পান চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা। হঠাৎ সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঘাট দিয়ে পারাপার করা পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সাম্পান মাঝিরা বলেন, এই নৌপথে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী পারাপার করে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে অভিযোগ দেওয়ার ১৫ দিন পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।
কর্ণফুলী নদী সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, কর্ণফুলীতে যত ঘাট আছে সবগুলো সিটি করপোরেশন ইজারা দেয় ও মাঝিরা নেয়। মাঝিরা যাত্রীপ্রতি দুই টাকা করে সিটি করপোরেশনের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে এক টাকা করে সিটি করপোরেশনকে দেয়। কিন্তু এই ঘাটটি সিটি করপোরেশন ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তাঁরা চাঁদা তুলে কিছু সিটি করপোরেশনকে দেয় আর কিছু নিজেরা রাখে।
আলীউর রহমান আরও বলেন, গত সপ্তাহে আমরা সরাসরি মেয়রকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলা বাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা এস. এম পেয়ার আলী, কার্যকরী সভাপতি হোসেন লিডার, সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

ঘাটের ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সাম্পান মাঝিরা। আজ রোববার সকাল থেকে সাম্পান চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা। হঠাৎ সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঘাট দিয়ে পারাপার করা পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সাম্পান মাঝিরা বলেন, এই নৌপথে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী পারাপার করে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে অভিযোগ দেওয়ার ১৫ দিন পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।
কর্ণফুলী নদী সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, কর্ণফুলীতে যত ঘাট আছে সবগুলো সিটি করপোরেশন ইজারা দেয় ও মাঝিরা নেয়। মাঝিরা যাত্রীপ্রতি দুই টাকা করে সিটি করপোরেশনের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে এক টাকা করে সিটি করপোরেশনকে দেয়। কিন্তু এই ঘাটটি সিটি করপোরেশন ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তাঁরা চাঁদা তুলে কিছু সিটি করপোরেশনকে দেয় আর কিছু নিজেরা রাখে।
আলীউর রহমান আরও বলেন, গত সপ্তাহে আমরা সরাসরি মেয়রকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলা বাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা এস. এম পেয়ার আলী, কার্যকরী সভাপতি হোসেন লিডার, সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে