নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে প্রস্রাবে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে নৈশ প্রহরী আজাদুর রহমান আজাদকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), মো. রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)। এদের মধ্যে আবু তাহের রাজীব এজাহারনামীয় আসামি।
জানা গেছে, অভিযুক্তরা সবাই এলাকায় আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল রোববার ভোরে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় আজাদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে চারজনের নামে ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, নিহত আজাদের ভাই নগরীর বৌবাজার (নয়াবাজারের পার্শ্ববর্তী) এলাকার একটি খালি জায়গার (বাউন্ডারি দেয়া) কেয়ারটেকার। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানার গেইটের সামনে কয়েকজন দাঁড়িয়ে প্রস্রাব করলে নিহত নৈশ প্রহরীর বড় ভাই মফিজুর রহমান মফিজ তাঁদের বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে উক্ত ব্যক্তিরা মফিজকে বলে-এটা সরকারি জায়গা তুই বাধা দেওয়ার কে? একপর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান, আবুল হাসানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে মফিজের বাকবিতন্ডা হয়। পরে ঘটনাস্থলে যায় আজাদুর রহমান আজাদ। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে আসামিরা তাঁদের দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরদিন গতকাল রোববার ভোরে আজাদ নাশতা আনতে বাসা থেকে বের হন। নয়াবাজার বিশ্বরোডের মুখে তাঁকে একা পেয়ে কয়েকজন ছুরিকাঘাত করে চলে যায়। পরে আজাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নুরুল আবছার আরও বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকে। র্যাব পলাতক আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে।
রাঙ্গামাটি জেলা সদরে একটি আবাসিক হোটেলে এই মামলার কয়েকজন আসামি আত্মগোপনে থাকার তথ্য পাওয়া যায়। পরে র্যাব তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যমতে নগরীর কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা সবাই ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। আসামিদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের হালিশহরে প্রস্রাবে বাধা দেওয়ার জেরে ছুরিকাঘাতে নৈশ প্রহরী আজাদুর রহমান আজাদকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আবু তাহের রাজীব (২৩), দেলোয়ার হোসেন জয় (২৭), মো. রায়হান সজীব (২২) ও আবুল হাসনাত রানা (৩০)। এদের মধ্যে আবু তাহের রাজীব এজাহারনামীয় আসামি।
জানা গেছে, অভিযুক্তরা সবাই এলাকায় আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। গতকাল রোববার ভোরে নগরীর পাহাড়তলী থানার হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় আজাদকে ছুরিকাঘাত করা হয়। পরে তাঁকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে চারজনের নামে ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, নিহত আজাদের ভাই নগরীর বৌবাজার (নয়াবাজারের পার্শ্ববর্তী) এলাকার একটি খালি জায়গার (বাউন্ডারি দেয়া) কেয়ারটেকার। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারখানার গেইটের সামনে কয়েকজন দাঁড়িয়ে প্রস্রাব করলে নিহত নৈশ প্রহরীর বড় ভাই মফিজুর রহমান মফিজ তাঁদের বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে উক্ত ব্যক্তিরা মফিজকে বলে-এটা সরকারি জায়গা তুই বাধা দেওয়ার কে? একপর্যায়ে আসামি আবু তাহের রাজীব, ওসমান, আবুল হাসানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে মফিজের বাকবিতন্ডা হয়। পরে ঘটনাস্থলে যায় আজাদুর রহমান আজাদ। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে আসামিরা তাঁদের দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরদিন গতকাল রোববার ভোরে আজাদ নাশতা আনতে বাসা থেকে বের হন। নয়াবাজার বিশ্বরোডের মুখে তাঁকে একা পেয়ে কয়েকজন ছুরিকাঘাত করে চলে যায়। পরে আজাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নুরুল আবছার আরও বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকে। র্যাব পলাতক আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে।
রাঙ্গামাটি জেলা সদরে একটি আবাসিক হোটেলে এই মামলার কয়েকজন আসামি আত্মগোপনে থাকার তথ্য পাওয়া যায়। পরে র্যাব তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যমতে নগরীর কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা সবাই ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। আসামিদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে