হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রবাসী আবু তাহেরের (৩৮) নামে হাতিয়া থানায় মামলা করেছেন।
অভিযুক্ত প্রবাসী আবু তাহের হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
ভুক্তভোগীর বাবা জানান, গত এক সপ্তাহ আগে তাদের বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার অভিযোগ করেও বিচার পাননি। অন্যদিকে প্রবাসীর আত্মীয়স্বজনেরা তাঁকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে দিচ্ছে। এ জন্য থানায় মামলা করেছেন।
তবে যে কোনো মুহূর্তে আবু তাহের বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীর বাবা।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা-মা তাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান। এই সুযোগে প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবার সামনে দিয়ে চলে যায় আবু তাহের।
স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাহ জানান, ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা তাঁকে বিষয়টি লিখিতভাবে জানান। সেই অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডাকা হলেও কেউ আসেননি। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘ভুক্তভোগীর বাবা তাকে সঙ্গে নিয়ে এসে থানায় মামলা দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে আবু তাহেরকে। আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে।’

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রবাসী আবু তাহেরের (৩৮) নামে হাতিয়া থানায় মামলা করেছেন।
অভিযুক্ত প্রবাসী আবু তাহের হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
ভুক্তভোগীর বাবা জানান, গত এক সপ্তাহ আগে তাদের বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে একাধিকবার অভিযোগ করেও বিচার পাননি। অন্যদিকে প্রবাসীর আত্মীয়স্বজনেরা তাঁকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে দিচ্ছে। এ জন্য থানায় মামলা করেছেন।
তবে যে কোনো মুহূর্তে আবু তাহের বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীর বাবা।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা-মা তাকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান। এই সুযোগে প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সবার সামনে দিয়ে চলে যায় আবু তাহের।
স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাহ জানান, ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা তাঁকে বিষয়টি লিখিতভাবে জানান। সেই অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডাকা হলেও কেউ আসেননি। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘ভুক্তভোগীর বাবা তাকে সঙ্গে নিয়ে এসে থানায় মামলা দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে আবু তাহেরকে। আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৩ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৭ মিনিট আগে