Ajker Patrika

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর বিবিরহাটে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় দেন। 

এ ঘটনার আসামিরা হলেন, মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। আসামিরা স্থানীয় পাঁচলাইশ বিবিরহাট এলাকার ছাত্রলীগ-যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। একই রায়ে আদালত ১৪ আসামিকে বেকসুর খালাস দেন। এ ছাড়া দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে। 

ট্রাইব্যুনাল পিপি মোহাম্মদ আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রমাণ করায় আদালত এ রায় দিয়েছেন। 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ নভেম্বর রাত সোয়া ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার বিবির হাট এলাকায় নুরুল আলমকে কুপিয়ে খুন করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষের ১৭ সাক্ষীর ১৫ জন ও আসামিপক্ষে তিনজন আদালতে সাক্ষ্য দেন। 
 
নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত