প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি।
জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে
সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে।
নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে।
পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি।
এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি।

গভীর বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাঁশখালী খানখানাবাদ এলাকার জেলেদের ওপর আনোয়ারার গহিরা এলাকার জেলেরা হামলা করেছে। এ ঘটনায় খানখাবাদের জেলেদের ট্রলার ডুবে ১ জন নিখোঁজ ও ২১ জন আহত হয়েছেন। আহত জেলেরা বলছেন, নিখোঁজ মো. নাছির (২৭) সমুদ্রে ডুবে মারা গেছে; লাশ এখনো পাওয়া যায়নি।
জানা যায়, আজ দুপুরে বাঁশখালী খানখানাবাদ এলাকার মো. এনাম ও আবুল বশরের মালিকানাধীন বড় মাওলানা ফিশিং বোটে ২২ জন মাঝিমাল্লা বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়। গভীর সমুদ্রে জাল ফেলার সময় আনোয়ারা গহিরা এলাকার দুইটি ফিশিং বোটে জেলেরা এসে বাঁশখালীর জেলেদের ওপর হামলা ও মারধর করে। এ সময় বোটটি সাগরে ডুবে গেলে খানখানাবাদ ২ নম্বর ওয়ার্ড ডোয়ালিয়া পাড়া এলাকার শামশুল আলমের পুত্র মো. নাছির (২৭) নিখোঁজ হয়। উদ্ধার হওয়া বাকি ২১ জনও হামলায় আহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে
সমুদ্র থেকে ফিরে আসা জেলে সাদুর রশীদ বলেন, আনোয়ারা গহিরা এলাকার দুইটি বোটে জেলেরা এসে আমাদের মারধর করলে আমাদের বোটটি সমুদ্রে ডুবে যায়। আমরা প্রায় ১ ঘণ্টা সাগরে ভাসমান ছিলাম। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে সাগর পাড়ে নিয়ে আসে। নাছির এখনো নিখোঁজ রয়েছে; আমাদের ধারণা নাছির সাগরে মরে গেছে।
নিখোঁজ নাছিরের স্ত্রীর বড় ভাই মো. এনাম জানান, জালের পার মারার সময় আনোয়ারা গহিরা এলাকার ২টি বোট তাঁদের ওপর হামলা করে। এ সময় সাগরে ফিশিং বোটটি ডুবে যায়। ফিশিং ট্রলারে থাকা সব মাঝি-মাল্লারা আহত অবস্থায় উদ্ধার হলেও, আনোয়ারার জেলেদের হামলায় নাছির সাগরে মারা গেছে।
পশ্চিম বাঁশখালী উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি তারেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শোয়াইব বলেন, আনোয়ারা গহিরার জেলেরা আমাদের বাঁশখালীর জেলেদের ওপর হামলা চালিয়েছে। আমরা সাগরে নাসিরের লাশ আনতে গেলেও আনোয়ারার জেলেরা আমাদের লাশ আনতে দেয়নি।
এ প্রসঙ্গে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের কদমরসুল এলাকার মাঝিমাল্লাদের ওপর আনোয়ারা গহিরা এলাকার জেলেরা ২টি বোট নিয়ে এসে হামলা করেছে। এতে নাছির নামের এক জেলে নিহত হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, সাগরে আনোয়ারা ও বাঁশখালীর জেলেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজকের ঘটনায় ১ জেলে নিখোঁজ আছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে নাছিরের লাশের খোঁজ পাওয়া যায়নি।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে