নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘চিকিৎসার জন্য বিদেশ কেন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নগরীর এভারকেয়ার হসপিটাল মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
পুষ্টিবিদ (ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট) হাসিনা আকতার লিপির সঞ্চালনয় চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে।
সভায় চিকিৎসাসেবায় সর্বশেষ অগ্রগতি, বিদেশের তুলনায় দেশে কম চিকিৎসা ব্যয় ও বিদেশে চিকিৎসা করতে গিয়ে রোগীদের ভোগান্তিসহ বেশ কিছু বিষয় উঠে আসে। এ ছাড়া ফলোআপ জন্য বারবার বিদেশ আসা-যাওয়ার ঝামেলা, রোগীর পরিবারের সদস্যদের ওপর মানসিক চাপ, ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিসা পাওয়ার দীর্ঘসূত্রতা বিষয় নিয়ে আলোচনা হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, ‘যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান তাদের ভাষা সংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, দীর্ঘ অপেক্ষা এবং মাত্রাতিরিক্ত খরচসহ নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।’
মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং বলেন, ‘এভারকেয়ার হসপিটাল তাদের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিয়ে যাচ্ছে। ফলে, বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো বন্দর নগরীতে বিশ্বমানের চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি মানুষকে জানানো এবং চিকিৎসাসেবার সুফলগুলো তুলে ধরা।’
জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সুরমান আলী বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা দিতে অঙ্গীকারবদ্ধ। আশা করছি, আজকের এই গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে শহরে যে অত্যাধুনিক চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে সে বিষয়ে মানুষকে জানাতে এবং ঘরের কাছেই প্রয়োজনীয় সেবা নিতে উৎসাহিত করতে পারব।’

চট্টগ্রামে ‘চিকিৎসার জন্য বিদেশ কেন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নগরীর এভারকেয়ার হসপিটাল মিলনায়তনে এই আলোচনা সভা হয়।
পুষ্টিবিদ (ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট) হাসিনা আকতার লিপির সঞ্চালনয় চট্টগ্রামের এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষ এ গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে।
সভায় চিকিৎসাসেবায় সর্বশেষ অগ্রগতি, বিদেশের তুলনায় দেশে কম চিকিৎসা ব্যয় ও বিদেশে চিকিৎসা করতে গিয়ে রোগীদের ভোগান্তিসহ বেশ কিছু বিষয় উঠে আসে। এ ছাড়া ফলোআপ জন্য বারবার বিদেশ আসা-যাওয়ার ঝামেলা, রোগীর পরিবারের সদস্যদের ওপর মানসিক চাপ, ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিসা পাওয়ার দীর্ঘসূত্রতা বিষয় নিয়ে আলোচনা হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, ‘যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান তাদের ভাষা সংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, দীর্ঘ অপেক্ষা এবং মাত্রাতিরিক্ত খরচসহ নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।’
মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং বলেন, ‘এভারকেয়ার হসপিটাল তাদের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিয়ে যাচ্ছে। ফলে, বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো বন্দর নগরীতে বিশ্বমানের চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি মানুষকে জানানো এবং চিকিৎসাসেবার সুফলগুলো তুলে ধরা।’
জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. সুরমান আলী বলেন, ‘এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা দিতে অঙ্গীকারবদ্ধ। আশা করছি, আজকের এই গোলটেবিল আলোচনার মধ্য দিয়ে শহরে যে অত্যাধুনিক চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে সে বিষয়ে মানুষকে জানাতে এবং ঘরের কাছেই প্রয়োজনীয় সেবা নিতে উৎসাহিত করতে পারব।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
২৮ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৪ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
৪২ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে