পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে সড়কের কালভার্ট দেবে গিয়ে খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভোরে অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যায় ও পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্ট দেবে গিয়ে রাস্তা ভেঙে পড়ে। এতে খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিএনজিচালক ওয়াজিব উল্লাহ জানান, সকাল পর্যন্ত সড়কটি ভালো ছিল। সকাল ১১টার দিকে পানির স্রোত বেড়ে যাওয়ায় কালভার্টটি ভেঙে পড়ে। এখন প্রায় অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাত্রী নিয়ে যেতে হচ্ছে তাঁদের।
স্থানীয় ইউপি সদস্য বিনয় বিকাশ চাকমা জানান, এই কালভার্টটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগকে অনেকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার ভোরের ভারী বৃষ্টিতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্টটি দেবে গিয়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক ভেঙে যায়। এ ছাড়া দমদম, কলাবাগান এলাকায় গোলক প্রতিমা ছড়ার পানি উপচে বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে বলে জানান এই ইউপি সদস্য।
বিচ্ছিন্ন সড়ক পরিদর্শনে আসা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বিষয়টি জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালুকরণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ভারী বর্ষণে মাটি নরম হওয়ায় কালভার্টটি দেবে গেছে। আমরা দুই-একদিনের মধ্যেই একটি স্টিলের ব্রিজ নির্মাণকাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে পারব বলে আশা করি।’

অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে সড়কের কালভার্ট দেবে গিয়ে খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার ভোরে অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যায় ও পানছড়ি-খাগড়াছড়ি সড়কের শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্ট দেবে গিয়ে রাস্তা ভেঙে পড়ে। এতে খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিএনজিচালক ওয়াজিব উল্লাহ জানান, সকাল পর্যন্ত সড়কটি ভালো ছিল। সকাল ১১টার দিকে পানির স্রোত বেড়ে যাওয়ায় কালভার্টটি ভেঙে পড়ে। এখন প্রায় অতিরিক্ত ১০ কিলোমিটার ঘুরে জেলা সদরে যাত্রী নিয়ে যেতে হচ্ছে তাঁদের।
স্থানীয় ইউপি সদস্য বিনয় বিকাশ চাকমা জানান, এই কালভার্টটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগকে অনেকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার ভোরের ভারী বৃষ্টিতে দক্ষিণ নালকাটায় বক্স কালভার্টটি দেবে গিয়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক ভেঙে যায়। এ ছাড়া দমদম, কলাবাগান এলাকায় গোলক প্রতিমা ছড়ার পানি উপচে বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে বলে জানান এই ইউপি সদস্য।
বিচ্ছিন্ন সড়ক পরিদর্শনে আসা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। বিষয়টি জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ বিভাগকে অবগত করেছি। দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালুকরণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘ভারী বর্ষণে মাটি নরম হওয়ায় কালভার্টটি দেবে গেছে। আমরা দুই-একদিনের মধ্যেই একটি স্টিলের ব্রিজ নির্মাণকাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে পারব বলে আশা করি।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে