চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তিন অভিযোগ মীমাংসা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একটি অভিযোগে চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অপর পৃথক দুটি অভিযোগে একজন অধ্যাপক ও একজন ছাত্রকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবং শিক্ষার্থীদের চার দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১ বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন আহাম্মেদ এবং আর এইচ রাজু।
সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার বলেন, ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে থাকা ৩টি অভিযোগের সুরাহা করা হয়েছে। এর মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী হেনস্তার অভিযোগে ঘটনায় চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক এ টি এম রফিকুল হককে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে একাডেমিক কনডাকশনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক হওয়ার পরামর্শ, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের একজন ছাত্রীকে রসায়ন বিভাগের একজন ছাত্রের দ্বারা হেনস্তা করা সংক্রান্ত অভিযোগে ছাত্রকে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে সম্প্রতি এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ তুলে ধরা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তিন অভিযোগ মীমাংসা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একটি অভিযোগে চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অপর পৃথক দুটি অভিযোগে একজন অধ্যাপক ও একজন ছাত্রকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবং শিক্ষার্থীদের চার দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১ বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন আহাম্মেদ এবং আর এইচ রাজু।
সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার বলেন, ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে থাকা ৩টি অভিযোগের সুরাহা করা হয়েছে। এর মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী হেনস্তার অভিযোগে ঘটনায় চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক এ টি এম রফিকুল হককে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে একাডেমিক কনডাকশনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক হওয়ার পরামর্শ, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের একজন ছাত্রীকে রসায়ন বিভাগের একজন ছাত্রের দ্বারা হেনস্তা করা সংক্রান্ত অভিযোগে ছাত্রকে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে সম্প্রতি এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ তুলে ধরা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে