চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।
গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।
গতকাল বুধবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্যের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অধ্যাপক আবু তাহের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। এ সময় উপাচার্য বর্তমান সরকারের গ্রহণ করা শিক্ষা কর্মসূচির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষ সাধন, প্রশাসনিক শৃঙ্খলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে