Ajker Patrika

নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ 

প্রতিনিধি, নোয়াখালী
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৭
নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩ 

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা আলা উদ্দিনসহ (৬০) তিনজনকে গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন জেলা জামায়াতের সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাছিমুল গনি চৌধুরী মহল (৪৫) ও ফখরুল ইসলাম দাউদ (৪০)। 

পুলিশ জানায়, গতকাল সকালে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ঝটিকা মিছিল করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নাশকতা, আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত