নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।
গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।
কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

চট্টগ্রাম বন্দরে ১২ বছর ধরে পড়ে থাকা ৯৩ টন অতি দাহ্য ‘সোডিয়াম গ্লাইসেরোলেট’ খালাস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি সাপেক্ষে নিলামের মাধ্যমে গত রোববার ৪টি কনটেইনারে থাকা এসব দাহ্য পদার্থ বন্দর থেকে সরিয়ে ফেলা হয়। নিলামে ৪১ লাখ টাকায় এই পণ্য কিনেছে মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি। সোডিয়াম গ্লাইসেরোলেটের ওই চালান ২০১২ সালে দেশে এলেও আইনগত জটিলতায় খালাস করা সম্ভব হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর বন্দর-কাস্টম যৌথ সভায় বিষয়টি নিষ্পত্তিতে এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ চান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। পরে এনবিআর চেয়ারম্যান বিপজ্জনক পণ্যের চালানটির চ্যালেঞ্জগুলো দ্রুত নিষ্পত্তি করে কনটেইনারগুলো খালাসের ব্যবস্থা নিতে কাস্টমস সদস্য ও কমিশনারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে নিলামের মাধ্যমে ৪১ লাখ টাকা দর দেওয়া মেসার্স এসএ ট্রেডিং অ্যান্ড কোম্পানি ২৭ অক্টোবর এসব পণ্য খালাস করে নিয়ে যায়।
গত বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টম জানায়, চারটি কনটেইনারে থাকা ৯৩ টন ‘অতি দাহ্য’ সোডিয়াম গ্লাইসেরোলেট দ্রুত সরানো না হলে চট্টগ্রাম বন্দরের অবস্থা ‘লেবাননের বৈরুতের মতো হতে পারে’ বলে ১ অক্টোবর অনুষ্ঠিত যৌথ সভায় সতর্ক করেন বন্দর চেয়ারম্যান। এরপর এনবিআরের সিদ্ধান্তে কনটেইনারগুলো নিলামে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়।
কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘ওই কনটেইনারগুলো খালাস করতে পারায় আমাদের সবার একটু স্বস্তি লাগছে।’

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে