আদালত প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা দুই মামলায় চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বিচারিক হাকিম জিহান সানজিদার ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।
মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা ও ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় (৫৩ (৩) ২০২১) ও ৫৪ (৩)) হারুনকে পুলিশ দুদিনের রিমান্ডে নেয়। অন্যদিকে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় (২৮ (৪) ২০১২১) গত ১১ মে হারুনের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা আদালত পরিদর্শক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, দুই মামলায় চার দিনের রিমান্ড শেষে হারুনকে আদালতে হাজির করা হয় আজ। এর পর আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৩ মে হারুন ইজহারকে আল্লামা শফি হত্যা মামলাসহ তিন মামলায় নয়দিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। মোদির সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে সংগঠনটি। সেখানে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে হাটহাজারী ও পটিয়ায় সহিংসতা ঘটায় হেফাজতকর্মীরা। এ ঘটনায় ৪ হাজার ৩০০ জনকে আসামি করে পটিয়া ও হাটহাজারী থানায় মামলা করে পুলিশ। এর মধ্যে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক সাতটি মামলা করে পুলিশ। গত ২২ এপ্রিল হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে পৃথক আরও তিনটি মামলা করে হাটহাজারী পুলিশ।

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা দুই মামলায় চার দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বিচারিক হাকিম জিহান সানজিদার ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।
মুফতি হারুন ইজহার হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা ও ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় (৫৩ (৩) ২০২১) ও ৫৪ (৩)) হারুনকে পুলিশ দুদিনের রিমান্ডে নেয়। অন্যদিকে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় (২৮ (৪) ২০১২১) গত ১১ মে হারুনের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়।
জেলা আদালত পরিদর্শক হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, দুই মামলায় চার দিনের রিমান্ড শেষে হারুনকে আদালতে হাজির করা হয় আজ। এর পর আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৩ মে হারুন ইজহারকে আল্লামা শফি হত্যা মামলাসহ তিন মামলায় নয়দিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। মোদির সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে সংগঠনটি। সেখানে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ হয়। এর জের ধরে হাটহাজারী ও পটিয়ায় সহিংসতা ঘটায় হেফাজতকর্মীরা। এ ঘটনায় ৪ হাজার ৩০০ জনকে আসামি করে পটিয়া ও হাটহাজারী থানায় মামলা করে পুলিশ। এর মধ্যে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক সাতটি মামলা করে পুলিশ। গত ২২ এপ্রিল হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে পৃথক আরও তিনটি মামলা করে হাটহাজারী পুলিশ।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৬ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২ ঘণ্টা আগে