নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. তাওয়ারিক আলম, উপকলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন, সহকারী সচিব (১) মো. সাইফুদ্দিন ও নিরীক্ষা কর্মকর্তা মৃণাল চন্দ্র নাথ।
প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলির কোনো কারণ দেখানো হয়নি। তবে শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা নেয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে এই পাঁচজনকে প্রথম বদলি করা হলো।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেতনের বাইরেও বেশ ভালো অঙ্কের বোনাস পেয়ে থাকেন। ফলে বোর্ডে প্রেষণে আসতে তদবির করেন অনেক শিক্ষক। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বোর্ডে থাকার চেষ্টাও চালিয়ে যান। শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে খুঁটি গেড়ে বসা এ ধরনের কর্মকর্তাদের তালিকা তৈরি করেই এবার ব্যবস্থা নিচ্ছে।
বদলির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পদগুলোতে পদায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোছাইনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা), বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিককে উপকলেজ পরিদর্শক, সরকারি হাজি এ বি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্তকে সহকারী সচিব (১) পদে পদায়ন করা হয়েছে। তবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কর্মকর্তা পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. তাওয়ারিক আলম, উপকলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন, সহকারী সচিব (১) মো. সাইফুদ্দিন ও নিরীক্ষা কর্মকর্তা মৃণাল চন্দ্র নাথ।
প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলির কোনো কারণ দেখানো হয়নি। তবে শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা নেয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে এই পাঁচজনকে প্রথম বদলি করা হলো।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেতনের বাইরেও বেশ ভালো অঙ্কের বোনাস পেয়ে থাকেন। ফলে বোর্ডে প্রেষণে আসতে তদবির করেন অনেক শিক্ষক। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বোর্ডে থাকার চেষ্টাও চালিয়ে যান। শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে খুঁটি গেড়ে বসা এ ধরনের কর্মকর্তাদের তালিকা তৈরি করেই এবার ব্যবস্থা নিচ্ছে।
বদলির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পদগুলোতে পদায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোছাইনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা), বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিককে উপকলেজ পরিদর্শক, সরকারি হাজি এ বি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্তকে সহকারী সচিব (১) পদে পদায়ন করা হয়েছে। তবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কর্মকর্তা পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে