চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় আবু বক্কর ছিদ্দিক উল্যা (৩০) নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক উল্যা প্রথমে ২০২০ সালে ওই গৃহবধূকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। এরপর তাঁর মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর স্বামী-আত্মীয়স্বজনকে ওই ভিডিও দেখানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান তিনি। একপর্যায়ে আবু বক্কর ২০২১ সালে প্রবাসে চলে যাবেন এবং ওই ভিডিও নিয়ে আর বাড়াবাড়ি করবেন না বলে ৫ লাখ টাকা নিয়ে যান। সাত-আট মাস প্রবাসে থেকে আবার দেশে ফিরে আসেন। ফিরে এসে আবারও আমেরিকায় যাবেন বলে গৃহবধূর কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। এরপর ভুক্তভোগী নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে ৫ লাখ ৬০ হাজার টাকা জোগাড় করে দেন।
এরপর বাকি টাকা জোগাড় করার জন্য বিষয়টি না জানিয়ে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বামীর স্বাক্ষর নেন ওই গৃহবধূ। পরে তাঁর স্বামী স্ট্যাম্পের বিষয়ে জিজ্ঞেস করলে ভুক্তভোগী গৃহবধূ স্বামীর কাছে সবকিছু খুলে বলেন।
এরপর ভুক্তভোগীর স্বামী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টা অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু বক্কর গত বৃহস্পতিবার (১৯ মে) গৃহবধূর স্বামীকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সোনার চেইন ও মোবাইল ফোন নিয়ে যান আবু বক্কর। এ ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রোববার রাতে আবু বক্কর ছিদ্দিক উল্যাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক উল্যাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে আবারও আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।

নোয়াখালীর চাটখিল পৌরসভায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে উঠেছে। এ ঘটনায় আবু বক্কর ছিদ্দিক উল্যা (৩০) নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক উল্যা প্রথমে ২০২০ সালে ওই গৃহবধূকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। এরপর তাঁর মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর স্বামী-আত্মীয়স্বজনকে ওই ভিডিও দেখানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান তিনি। একপর্যায়ে আবু বক্কর ২০২১ সালে প্রবাসে চলে যাবেন এবং ওই ভিডিও নিয়ে আর বাড়াবাড়ি করবেন না বলে ৫ লাখ টাকা নিয়ে যান। সাত-আট মাস প্রবাসে থেকে আবার দেশে ফিরে আসেন। ফিরে এসে আবারও আমেরিকায় যাবেন বলে গৃহবধূর কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেন। এরপর ভুক্তভোগী নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে ৫ লাখ ৬০ হাজার টাকা জোগাড় করে দেন।
এরপর বাকি টাকা জোগাড় করার জন্য বিষয়টি না জানিয়ে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বামীর স্বাক্ষর নেন ওই গৃহবধূ। পরে তাঁর স্বামী স্ট্যাম্পের বিষয়ে জিজ্ঞেস করলে ভুক্তভোগী গৃহবধূ স্বামীর কাছে সবকিছু খুলে বলেন।
এরপর ভুক্তভোগীর স্বামী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টা অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু বক্কর গত বৃহস্পতিবার (১৯ মে) গৃহবধূর স্বামীকে তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানে যাওয়ার পথে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সোনার চেইন ও মোবাইল ফোন নিয়ে যান আবু বক্কর। এ ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রোববার রাতে আবু বক্কর ছিদ্দিক উল্যাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক উল্যাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে আবারও আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২৪ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে