নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।

জাহাজ আমদানির শুল্কায়ন নিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এক উপকমিশনারের বিরুদ্ধে। অফিস সহকারীর মাধ্যমে এই অর্থ চাওয়া হয়। যদিও ওই উপকমিশনার ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন। এ ঘটনায় উল্টো আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের দুটি জাহাজ আমদানির ফাইল শুল্কায়নের সময় এই ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। একটি জাহাজের শুল্কায়ন সম্পন্ন হয়। অন্যটির শুল্কায়নের জন্য নিয়মমতো ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার কথা। কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ার কারণে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে শুল্কায়ন সম্পন্ন করার চেষ্টা চালায়। এখানে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রামের আওয়ামী লীগের সাংসদ ফজলে করিম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফজলে এন্টারপ্রাইজ।
এ প্রসঙ্গে ফজলে এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘ডেপুটি কমিশনার মো. আবদুল আলীম তাঁর (পিয়ন) সহকারী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নিয়মিত ঘুষ নেন। এই কাজের জন্য তাঁর পিয়ন ৫০ হাজার টাকা দাবি করলে আমরা ১০ হাজার টাকা দিতে সম্মত হই। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমদানিকারকের বিরুদ্ধে উল্টো কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’
তবে উপকমিশনার মো. আবদুল আলীম সিঅ্যান্ডএফের কাছে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করেননি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ক্ষোভ থেকে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই আমদানিকারককে কারণ দর্শাতে বলা হয়েছে।
তবে ঘটনটি কাস্টম হাউসে ব্যাপক আলোচিত হয়। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলমের কক্ষে সিঅ্যান্ডএফ, আমদানিকারকের প্রতিনিধি ও উপকমিশনার মো. আবদুল আলীমকে মুখোমুখি করা হয়। সেখানে ঘুষ দেওয়ার কী প্রমাণ আছে, তা জানতে চাওয়া হয়। এই সময় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের প্রতিনিধি উপকমিশনারের পিয়ন রফিকুল ইসলামের সঙ্গে ঘুষ লেনদেনের কথাবার্তার অডিও শুনিয়ে দেন উপস্থিত সবাইকে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
২ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে