চবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকেরা ‘আর কোনো দাবি নাই, চাঁদ রাজাকারের ফাঁসি চাই’ স্লোগানসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।
বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘চবি শিক্ষক সমিতি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমাদের স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী ইতিহাস খুব বেশি মসৃণ নয়। অনেক যুদ্ধ-সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমরা দেখেছি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে ’৭৫-এর ১৫ আগস্টের নীলনকশা অনুযায়ী। তেমনিভাবে বারবার আমাদের প্রধানমন্ত্রীর ওপর আঘাত এসেছে, ২১ আগস্টের ন্যক্কারজনক ঘটনা তারই জাজ্বল্যমান ইতিহাস। সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি, এটিও নীলনকশার চিত্র হতে পারে।’
উপাচার্য বলেন, ‘আমরা সবাই শিক্ষক, শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ততা জানিয়ে একই গলায় বলতে চাই—আমরা এই হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হুমকির যথাযথ বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা একইভাবে প্রগতি ও স্বাধীনতার পক্ষে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাব।’
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীকে এই হুমকি দেওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্বাধীনতাবিরোধী শক্তি ও অগণতান্ত্রিক শক্তি ধারাবাহিকভাবে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রতিহিত করতে এবং বর্তমান সরকারের অর্জনকে নষ্ট করতে এই ধরনের বক্তব্য এসেছে বলে আমি মনে করি। এটাকে একক বক্তব্য বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর পেছনে অনেকের ইন্ধন আছে, অনেকের পরিকল্পনা আছে। এই পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহী বিএনপির আহ্বায়ককে গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর সঙ্গে আছি।’
চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মানববন্ধনে আমাদের শিক্ষকদের কেউ চাঁদ রাজাকারের ফাঁসি চাই স্লোগানসংবলিত ফেস্টুন প্রদর্শন করেছে। এটা আমাদের একটা স্লোগান ছিল। শিক্ষক সমিতি মনে করে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান গভীর ষড়যন্ত্রের অংশ। এটা রাষ্ট্রদ্রোহিতা। এই হুমকি চাঁদের একার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমরা এই ঘটনার নেপথ্যে যারা আছে, সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকেরা ‘আর কোনো দাবি নাই, চাঁদ রাজাকারের ফাঁসি চাই’ স্লোগানসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।
বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘চবি শিক্ষক সমিতি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমাদের স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী ইতিহাস খুব বেশি মসৃণ নয়। অনেক যুদ্ধ-সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমরা দেখেছি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে ’৭৫-এর ১৫ আগস্টের নীলনকশা অনুযায়ী। তেমনিভাবে বারবার আমাদের প্রধানমন্ত্রীর ওপর আঘাত এসেছে, ২১ আগস্টের ন্যক্কারজনক ঘটনা তারই জাজ্বল্যমান ইতিহাস। সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি, এটিও নীলনকশার চিত্র হতে পারে।’
উপাচার্য বলেন, ‘আমরা সবাই শিক্ষক, শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ততা জানিয়ে একই গলায় বলতে চাই—আমরা এই হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই হুমকির যথাযথ বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা একইভাবে প্রগতি ও স্বাধীনতার পক্ষে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাব।’
চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীকে এই হুমকি দেওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্বাধীনতাবিরোধী শক্তি ও অগণতান্ত্রিক শক্তি ধারাবাহিকভাবে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রতিহিত করতে এবং বর্তমান সরকারের অর্জনকে নষ্ট করতে এই ধরনের বক্তব্য এসেছে বলে আমি মনে করি। এটাকে একক বক্তব্য বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর পেছনে অনেকের ইন্ধন আছে, অনেকের পরিকল্পনা আছে। এই পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহী বিএনপির আহ্বায়ককে গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর সঙ্গে আছি।’
চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মানববন্ধনে আমাদের শিক্ষকদের কেউ চাঁদ রাজাকারের ফাঁসি চাই স্লোগানসংবলিত ফেস্টুন প্রদর্শন করেছে। এটা আমাদের একটা স্লোগান ছিল। শিক্ষক সমিতি মনে করে, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান গভীর ষড়যন্ত্রের অংশ। এটা রাষ্ট্রদ্রোহিতা। এই হুমকি চাঁদের একার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমরা এই ঘটনার নেপথ্যে যারা আছে, সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।’

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
১ ঘণ্টা আগে