নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কাটান আনন্দময় কিছু সময়। সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।
আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার নিজ গ্রাম বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি দাদা–দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। পরে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বউত ভালা লার বেগ্গুনেরে দেখি। বউত দিন বাদে এন্ডে আইলম...।’
ড. ইউনূস স্মৃতিচারণায় বলেন, ‘শৈশব, কৈশোর, প্রাথমিক পাঠের দিনগুলো এই গ্রামেই কেটেছে। আজ সমাবর্তনের সুবাদে আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ মাঝে মাঝে গ্রামবাসীর সঙ্গে মজাও করেন তিনি।
এর আগে তিনি হাটহাজারীর গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. ইউনূস। পরে মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেন। একই দিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি। বিকেলে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে।

চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কাটান আনন্দময় কিছু সময়। সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।
আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার নিজ গ্রাম বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি দাদা–দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। পরে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বউত ভালা লার বেগ্গুনেরে দেখি। বউত দিন বাদে এন্ডে আইলম...।’
ড. ইউনূস স্মৃতিচারণায় বলেন, ‘শৈশব, কৈশোর, প্রাথমিক পাঠের দিনগুলো এই গ্রামেই কেটেছে। আজ সমাবর্তনের সুবাদে আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ মাঝে মাঝে গ্রামবাসীর সঙ্গে মজাও করেন তিনি।
এর আগে তিনি হাটহাজারীর গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. ইউনূস। পরে মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেন। একই দিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি। বিকেলে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে