নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কাটান আনন্দময় কিছু সময়। সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।
আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার নিজ গ্রাম বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি দাদা–দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। পরে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বউত ভালা লার বেগ্গুনেরে দেখি। বউত দিন বাদে এন্ডে আইলম...।’
ড. ইউনূস স্মৃতিচারণায় বলেন, ‘শৈশব, কৈশোর, প্রাথমিক পাঠের দিনগুলো এই গ্রামেই কেটেছে। আজ সমাবর্তনের সুবাদে আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ মাঝে মাঝে গ্রামবাসীর সঙ্গে মজাও করেন তিনি।
এর আগে তিনি হাটহাজারীর গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. ইউনূস। পরে মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেন। একই দিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি। বিকেলে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে।

চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে কাটান আনন্দময় কিছু সময়। সরকারপ্রধানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।
আজ বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারী উপজেলার নিজ গ্রাম বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. ইউনূস। সেখানে তিনি দাদা–দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। পরে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘বউত ভালা লার বেগ্গুনেরে দেখি। বউত দিন বাদে এন্ডে আইলম...।’
ড. ইউনূস স্মৃতিচারণায় বলেন, ‘শৈশব, কৈশোর, প্রাথমিক পাঠের দিনগুলো এই গ্রামেই কেটেছে। আজ সমাবর্তনের সুবাদে আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন।’ মাঝে মাঝে গ্রামবাসীর সঙ্গে মজাও করেন তিনি।
এর আগে তিনি হাটহাজারীর গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং বন্দর ও নৌপরিবহন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেখান থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে এসে বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. ইউনূস। পরে মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত সভায় অংশ নেন। একই দিনে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন তিনি। বিকেলে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে