নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় বাজার ও দোকানে আড্ডা দেওয়ার অপরাধে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়র অষ্টম ও নবম শ্রেণির ছাত্র।
আজ রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যম তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে বলা হয়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকর অবগতির জন্য জানানা যাচ্ছে যে—শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজার আড্ডা দেওয়া, হোটেল খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদের সতর্কও করা হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ পর্যায়ের বিদ্যালয়গুলোর মধ্যে লেখাপড়ায় বেশ এগিয়ে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয় অনেক বড় খেলার মাঠে ছুটির পর খেলাধুলার সুযোগ রয়েছে। কিন্তু ইদানীং বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি থেকে ক্লাসরে নাম করে এসে বাহির আড্ডা দেয়। ক্লাস চলাকালীন তারা বাজার চায়ের দোকানে বসে থাকে। অনেকে টিফিনের সময় ক্লাস ফাঁকি দিয়ে চলে যায়। এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে শিক্ষকদের নজরে আসে। অভিযোগ সত্য হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বার্তা দেওয়া হয়েছে। যাতে করে ক্লাস চলাকালীন তারা আর এমন কাজ না করে।’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় বাজার ও দোকানে আড্ডা দেওয়ার অপরাধে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়র অষ্টম ও নবম শ্রেণির ছাত্র।
আজ রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যম তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে বলা হয়, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকর অবগতির জন্য জানানা যাচ্ছে যে—শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন বাজার আড্ডা দেওয়া, হোটেল খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্র-ছাত্রীদের সতর্কও করা হচ্ছে।
বিদ্যালয় সূত্র জানায়, বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ পর্যায়ের বিদ্যালয়গুলোর মধ্যে লেখাপড়ায় বেশ এগিয়ে রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে এ বিদ্যালয়ে। বিদ্যালয় অনেক বড় খেলার মাঠে ছুটির পর খেলাধুলার সুযোগ রয়েছে। কিন্তু ইদানীং বিদ্যালয়ের ছাত্ররা বাড়ি থেকে ক্লাসরে নাম করে এসে বাহির আড্ডা দেয়। ক্লাস চলাকালীন তারা বাজার চায়ের দোকানে বসে থাকে। অনেকে টিফিনের সময় ক্লাস ফাঁকি দিয়ে চলে যায়। এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে শিক্ষকদের নজরে আসে। অভিযোগ সত্য হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ছাত্রদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ছাত্রদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বার্তা দেওয়া হয়েছে। যাতে করে ক্লাস চলাকালীন তারা আর এমন কাজ না করে।’

গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
৪২ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে