সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া একটি যাত্রীবাহী লাইফবোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মাঝসাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
মো. একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে একটি লাইফবোটের যাত্রীদের আটকে পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফবোট গুলিয়াখালী ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে মাঝসাগর আটকে যায়। বোটটি আটকে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে বোটে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হাবিব খান নামে বোটে আটকে পড়া একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে তাঁদের উদ্ধারে সহায়তা চান। পরে জরুরি সেবার মাধ্যমে জানতে পেরে তাঁদের উদ্ধার করা হয়।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
২৪ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে