বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা।
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম।
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনের ২ দিন পেরিয়ে গেলেও ভোটের ফলাফল জানতে পারেননি বলে অভিযোগ করেছেন ৩ জন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তাঁরা।
লিখিত আবেদন করেছেন ৯ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার এবং ৮ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম।
আবেদনকারী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন বলেন, নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিসাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ দেরি করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গিয়েও সুরাহা পায়নি। ফলাফল জানতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাঁদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলামকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে