প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদখার বাজার এলাকায় গাছ বোঝাই ট্রাকের নিচে পড়ে নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির মিজি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে–হিঁচড়ে নিয়ে যায়।
দুর্ঘটনার পর কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের একটি স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালক বিষয়টি লক্ষ্য করে ট্রাকের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
চাঁদপুর সদর মডেল থানার এস আই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকেরা আটক করে রাখেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদখার বাজার এলাকায় গাছ বোঝাই ট্রাকের নিচে পড়ে নাসির উদ্দিন মিজি (৫০) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির মিজি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে–হিঁচড়ে নিয়ে যায়।
দুর্ঘটনার পর কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের একটি স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজিচালক বিষয়টি লক্ষ্য করে ট্রাকের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
চাঁদপুর সদর মডেল থানার এস আই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকেরা আটক করে রাখেন। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৯ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৩ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৯ মিনিট আগে