Ajker Patrika

পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

আজ বুধবার অধিদপ্তরের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, কাউন্সিলর জহুরুল আলম জসিম (৫৩), তাঁর স্ত্রী তাছলিমা বেগম (৩৯), ও বিশ্বকলোনি এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২৬)।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, গত গতকাল ৭ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি টিম আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক সংলগ্ন এলাকায় পরিদর্শনে যান। সেখানে ওই এলাকার টিলা শ্রেণি জমির ৩ শতাংশ অংশের ছোট-বড় সমুদয় গাছ ও ঝোপঝাড় কেটে টিলা কাটা দেখতে পান তিনি। এ ছাড়া পাহাড় কেটে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় ওই ঘরগুলোর কেয়ারটেকার মোহাম্মদ হৃদয়কে নোটিশ প্রদান করে আজ শুনানিতে অংশ গ্রহণ করতে নির্দেশনা দেন। শুনানিতে অংশ নিয়ে কেয়ারটেকার মোহাম্মদ হৃদয় জানান, কেটে ফেলা ভূমির মালিক তিনি নন। ওই জায়গার প্রকৃত মালিক জহুরুল আলম জসিম এবং তাঁর স্ত্রী তাছলিমা বেগম বলে জানান তিনি। পরে এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

মাদুরোর মামলাটি যেভাবে ভেস্তে দিতে পারেন তাঁর আইনজীবীরা

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত