নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের এক পুলিশ সদস্য। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম আজমীর হোসেন। তাঁর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদিকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্য আজমীর হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।’
এর আগে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম পুলিশ সদস্য আজমীরকে প্রথমে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে চট্টগ্রামে বাকলিয়া বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে বিপুল পরিমাণের এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের এক পুলিশ সদস্য। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম আজমীর হোসেন। তাঁর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদিকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্য আজমীর হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।’
এর আগে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম পুলিশ সদস্য আজমীরকে প্রথমে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে চট্টগ্রামে বাকলিয়া বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে বিপুল পরিমাণের এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২২ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে