Ajker Patrika

কুমিল্লায় ১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কুমিল্লায় ১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের এক পুলিশ সদস্য। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম আজমীর হোসেন। তাঁর কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদিকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযুক্ত কনস্টেবল আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সদস্য আজমীর হোসেনের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।’ 

এর আগে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম পুলিশ সদস্য আজমীরকে প্রথমে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরে চট্টগ্রামে বাকলিয়া বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’ 

পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে বিপুল পরিমাণের এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত