নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ির মির্জারহাট এলাকার বাসিন্দা মো. বাহাদুর। কয়েক সপ্তাহ পর বিদেশে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার এক ‘ভুল’ রিপোর্টে তাঁর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, কয়েক সপ্তাহ পর ওমান যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তাই যথারীতি স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষাগুলো করান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’। এ জন্য তাঁকে প্রায় ৮ হাজার টাকা দিতে হয়। একদিন পর দেওয়া রিপোর্টে তাঁকে ‘আনফিট’ দেখানো হয়।
ওই রিপোর্টে ‘আনফিট’ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, লিভারের ফাংশন টেস্টে নির্ধারিত মাত্রার চেয়ে রক্তের একটি উপাদান বেশি রয়েছে। পরে রিপোর্টটি নিয়ে তিনি দেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহারকে। তিনি বাহাদুরকে পরীক্ষাটি আবার করাতে বলেন। বাহাদুর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেটি পরীক্ষা করান। কিন্তু সেই পরীক্ষায় বিষয়টি স্বাভাবিক আসে। অর্থাৎ তাঁর লিভারে কোনো সমস্যা নেই।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ডা. নাজমুন নাহার লিভার ঠিক আছে বলেন। মেডিকেলের ওই রিপোর্টটি ভুল থাকতে পারে বলে জানান নাজমুন নাহার।
এবার বাহাদুর রিপোর্টটি নিয়ে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করলে তারা কোনো সহযোগিতা করেনি। এ বিষয়ে আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করবেন বলে জানান বাহাদুর।
এ বিষয়ে জানতে চট্টগ্রামের হালিশহরের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ ভুল রিপোর্ট দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আগে অভিযোগ দিক, তারপর বিষয়টি দেখব।’

চট্টগ্রামের ফটিকছড়ির মির্জারহাট এলাকার বাসিন্দা মো. বাহাদুর। কয়েক সপ্তাহ পর বিদেশে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার এক ‘ভুল’ রিপোর্টে তাঁর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, কয়েক সপ্তাহ পর ওমান যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তাই যথারীতি স্বাস্থ্য পরীক্ষা করান তিনি। গত ১৩ সেপ্টেম্বর পরীক্ষাগুলো করান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’। এ জন্য তাঁকে প্রায় ৮ হাজার টাকা দিতে হয়। একদিন পর দেওয়া রিপোর্টে তাঁকে ‘আনফিট’ দেখানো হয়।
ওই রিপোর্টে ‘আনফিট’ দেওয়ার কারণ হিসেবে বলা হয়, লিভারের ফাংশন টেস্টে নির্ধারিত মাত্রার চেয়ে রক্তের একটি উপাদান বেশি রয়েছে। পরে রিপোর্টটি নিয়ে তিনি দেখান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহারকে। তিনি বাহাদুরকে পরীক্ষাটি আবার করাতে বলেন। বাহাদুর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেটি পরীক্ষা করান। কিন্তু সেই পরীক্ষায় বিষয়টি স্বাভাবিক আসে। অর্থাৎ তাঁর লিভারে কোনো সমস্যা নেই।
বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ডা. নাজমুন নাহার লিভার ঠিক আছে বলেন। মেডিকেলের ওই রিপোর্টটি ভুল থাকতে পারে বলে জানান নাজমুন নাহার।
এবার বাহাদুর রিপোর্টটি নিয়ে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করলে তারা কোনো সহযোগিতা করেনি। এ বিষয়ে আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করবেন বলে জানান বাহাদুর।
এ বিষয়ে জানতে চট্টগ্রামের হালিশহরের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে’ যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ ভুল রিপোর্ট দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আগে অভিযোগ দিক, তারপর বিষয়টি দেখব।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৬ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে