কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা তিনটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগরের দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র্যাব অভিযান চালিয়ে আট লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী হয়ে থানায় মামলা করেন।
২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০১৯ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের আদেশ দেন।
পিপি ফরিদুল আলম বলেন, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালত প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বেলা তিনটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগরের দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র্যাব অভিযান চালিয়ে আট লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী হয়ে থানায় মামলা করেন।
২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০১৯ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের আদেশ দেন।
পিপি ফরিদুল আলম বলেন, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালত প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৩ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৩ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে