Ajker Patrika

লামায় পরিত্যক্ত পুকুর থেকে চাকমা কিশোরীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, লামা (বান্দরবান)
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪২
লামায় পরিত্যক্ত পুকুর থেকে চাকমা কিশোরীর মরদেহ উদ্ধার

পরিত্যক্ত একটি পুকুর থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে লামা থানা-পুলিশ। আজ বুধবার ভোর ৬টায় লামা পৌরসভার ৭ নং ওয়ার্ড বড় নুনারবিল মার্মা পাড়ায় এই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। 

কিশোরী প্রিয়ন্তী চাকমা বড় নুনারবিল মার্মা পাড়ার নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার পালক মেয়ে। প্রিয়ন্তী চাকমা লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। নিহত কিশোরী প্রিয়ন্তী চাকমার বাবা নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরি করেন। তারা বড় নুনারবিল মার্মা পাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকে। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে পুলিশ ও লামা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে। 

নিহতের মা জ্যোতিকা চাকমা বলেন, রাতে খেয়ে তাঁরা যার যার রুমে শুয়ে পড়ে। ভোরে মানুষের শোরগোল শুনে উঠে দেখে ঘরের দরজা খোলা ও মেয়েটির মরদেহ ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মেয়েটি আগেও কয়েকবার রাতে ঘুমের ঘোরে ঘর থেকে বের হয়েছিল। 

পার্শ্ববর্তী এক নারী বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে ঘরের সঙ্গে লাগোয়া পরিত্যক্ত পুকুরে কিছু একটা ঝুপ করে পড়ার শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। উঠে মোবাইলের লাইট জ্বালিয়ে বের হয়ে দেখেন কি যেন একটা পানিতে ডুবে যাচ্ছে। তিনি ও তাঁর স্বামী অনেক ডাকাডাকি করলেও আশপাশের কেউ বের হয়নি। পরে একা হওয়ায় ওই নারী ও তাঁর স্বামী ভয়ে পানিতে না নেমে ঘরে চলে যান। 

ওই নারী আরও জানান, তাঁর স্বামী ফায়ার সার্ভিসে কল দিয়ে ব্যর্থ হলে পরে ৯৯৯ ফোন করে বিষয়টি জানায়। সকালে ওই স্থান থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কিশোরীর লাশ উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত