চবি প্রতিনিধি

সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী। চবির শিক্ষার্থী হিসেবে এটিই প্রথম অর্জন।
আজ সোমবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে তাঁরা বাংলা চ্যানেল পাড়ি দেন। সকাল ১০টা ৪৫ মিনিটে এই প্রতিযোগিতা শুরু হয়। ‘১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ নামে সাঁতারের এ আয়োজন করে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ নামের দুটি প্রতিষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৯ জন সাঁতারু অংশ নেন।
বাংলা চ্যানেলজয়ী চবির চার শিক্ষার্থী হলেন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শফিউল হাসান, পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা এবং পরিসংখ্যান বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ আজাদ।
বাংলা চ্যানেল পাড়ি দিতে সালাহ উদ্দীনের সময় নেন ৪ ঘণ্টা ৩০ মিনিট, উজ্জ্বল ৫ ঘণ্টা ২৫ মিনিট, আজাদ ৫ ঘণ্টা ৩৫ মিনিট এবং শফিউল ৫ ঘণ্টা ৪৭ মিনিট।
সাঁতার দলের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠুন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছেন।’

সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী। চবির শিক্ষার্থী হিসেবে এটিই প্রথম অর্জন।
আজ সোমবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে তাঁরা বাংলা চ্যানেল পাড়ি দেন। সকাল ১০টা ৪৫ মিনিটে এই প্রতিযোগিতা শুরু হয়। ‘১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ নামে সাঁতারের এ আয়োজন করে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ নামের দুটি প্রতিষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৯ জন সাঁতারু অংশ নেন।
বাংলা চ্যানেলজয়ী চবির চার শিক্ষার্থী হলেন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শফিউল হাসান, পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা এবং পরিসংখ্যান বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ আজাদ।
বাংলা চ্যানেল পাড়ি দিতে সালাহ উদ্দীনের সময় নেন ৪ ঘণ্টা ৩০ মিনিট, উজ্জ্বল ৫ ঘণ্টা ২৫ মিনিট, আজাদ ৫ ঘণ্টা ৩৫ মিনিট এবং শফিউল ৫ ঘণ্টা ৪৭ মিনিট।
সাঁতার দলের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠুন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন বর্তমান ও একজন সাবেক শিক্ষার্থী সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিতে সক্ষম হয়েছেন।’

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৭ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৪ মিনিট আগে